৫ গোলের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই, ইউক্রেনকে পরাস্ত করল নেদারল্যান্ড

৫ গোলের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই, ইউক্রেনকে পরাস্ত করল নেদারল্যান্ড

আমস্টারডাম: জমে উঠেছে ইউরো ২০২০। হাড্ডাহাড্ডি ম্যাচে শেষ মুহূর্তের গোলে এবার ইউক্রেনকে ৩-২ গোলে হারিয়ে ইউরো যাত্রা শুরু করলো নেদারল্যান্ড। এখনও পর্যন্ত সর্বাধিক গোলের ম্যাচে প্রত্যেকটি গোলই এল খেলার দ্বিতীয়ার্ধে। ম্যাচের দ্বিতীয়ার্ধে ২-০ গোলে পিছিয়ে থেকেও মাত্র ৪ মিনিটের ব্যবধানে পরপর দুই গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে ইউক্রেন। তবে নির্ধারিত সময় শেষের ৫ মিনিট আগে নেদারল্যান্ডের ডেনজেল ডামফ্রিজের গোলে জয় পায় কমলা ব্রিগেড।

আমস্টারডাম শহরের আমস্টারডাম এরিনা স্টেডিয়ামে ইউরো কাপে নিজেদের প্রথম ম্যাচে রবিবার মুখোমুখি হয় ইউক্রেন ও নেদারল্যান্ড। এদিন কার্যত ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল ডাচরা। তবে প্রথম থেকেই নেদারল্যান্ডের আক্রমণের যোগ্য জবাব দিতে থাকে ইউক্রেন দল। প্রথমার্ধে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও কোনও দলই গোলের রাস্তা খুঁজে পায়নি। গোলশূন্য ড্র অবস্থাতেই ম্যাচের রেফারি বিরতির বাঁশি বাজান।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ঝাঁপিয়ে পড়ে তরুণ নেদারল্যান্ড দল। ম্যাচের ৫২ মিনিটে নেদারল্যান্ডের মিডফিল্ডার জর্জিনিও উইজনালডমের পা থেকে আসে প্রথম গোল। তার ঠিক ৬ মিনিটের মাথায় ডাচ ফরওয়ার্ড ওয়েঘহর্স্টের গোলে ২-০ এগিয়ে যায় নেদারল্যান্ড। ২ গোলে পিছিয়ে থেকে ম্যাচে ফিরে আসার লড়াই শুরু করে ইউক্রেন। ৭৫ মিনিটে অ্যান্ড্রি ইয়ারমোলেঙ্কোর অনবদ্য গোলে ব্যবধান কমায় ইউক্রেন। প্রথম গোলের ৪ মিনিটের মধ্যেই আসে দ্বিতীয় গোল। ফ্রি-কিক থেকে হেডে গোল‌ করেন রোমান ইয়ারেমচুক। কিন্তু নির্ধারিত সময় শেষের ঠিক ৫ মিনিট আগে দেশের জার্সিতে ডেনজেল ডামফ্রিজের করা প্রথম গোলে জয় নিশ্চিত করে নেদারল্যান্ড। টানটান ম্যাচে ৩-২ গোলে জিতে ইউরো শুরু করল ডাচরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =