‘ম্যায় পল দো পল কা শায়র হু’, গানে-গানে অবসর ঘোষণা ধোনির, আবেগঘন ভিডিও

‘ম্যায় পল দো পল কা শায়র হু’, গানে-গানে অবসর ঘোষণা ধোনির, আবেগঘন ভিডিও

নয়াদিল্লি: স্বাধীনতা দিবসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন মহেন্দ্র সিং ধোনি৷ ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা করেছেন তিনি৷ আমাকে ভালোবাসা ও সমর্থকদের জন্য ধন্যবাদ৷ লিখেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক৷

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সফল অধিনায়ক ধোনি৷ সৌরভ গঙ্গপাধ্যায়ের হাত ধরে জাতীয় দলে উত্থান৷ ভারতের দ্বিতীয় বিশ্বকাপজয়ী ও টি-২০ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ধোনি৷ জানা গিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটে থেকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অসর নিলেও আইপিএল খেলবেন বলে জানা গিয়েছে৷ এই আইপিএল হইতো ধোনির শেষ টুর্নামেন্ট৷

 

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি অবসর ঘোষণা করেছিলেন বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তবে ঠিক কী কারণে এই সিদ্ধান্ত নিলেন তা অবশ্য জানা যায়নি৷

ইনস্টাগ্রামে ৪ মিনিট ৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে মাহি৷ ‘ম্যায় পল দো পল কা শায়র হু’ গানের মাধ্যমে তাঁর গোটা ক্রিকেট জীবনের একটি খণ্ড ছবি তুলে ধরেছেন৷  সেখানে তার ক্রিকেট জীবনের বেশ কিছু স্মরণীয় মুহূর্ত-সহ ভিডিও প্রকাশ করেছেন তিনি৷ ম্যাচ জয়ের আনন্দ থেকে শুরু করে সতীর্থদের পরামর্শ দেওয়া, জয়ের উল্লাস, মাঠের বাইরে উচ্ছ্বাস, মাঠের মধ্যে খুনসুটি, সবকিছুই উঠে এসেছে আবেগঘন মাহির ভিডিওতে৷

ভারতের হয়ে সব থেকে বেশি ম্যাচ খেলার তালিকায় ইতিমধ্যেই নাম তুলে নিয়েছেন ধোনি৷ ২০১৪ সালে টেস্ট থেকে অবসর নিয়েছেন ধোনি৷ খেলেছেন ৯০টি ম্যাচ৷ কিন্তু চালিয়ে গিয়েছেন সংক্ষিপ্ত ওভারের ম্যাচ৷  মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে ভারত ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ জেতে৷ ২০০৭-০৮ সালের সিবি সিরিজ থেকে শুরু করে ২০০৮ সালের বর্ডার-গাভাস্কার ট্রফি, ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ ও ২০১১ ক্রিকেট বিশ্বকাপ ছিনিয়ে আনেন মাহি৷ ২০১৩ সালে ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ছিনিয়ে আনে ধোনির ভারতীয় ক্রিকেট দল৷ আইপিএল ২০১০ ও চ্যাম্পিয়ন্স লিগে তিনি চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব করছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =