ময়দানের ধনি এবার কি বাণপ্রস্থে? মাহির নয়া অবতারে নেটপাড়ায় শোরগোল!

ময়দানের ধনি এবার কি বাণপ্রস্থে? মাহির নয়া অবতারে নেটপাড়ায় শোরগোল!

 

মুম্বই:  ২০১১ সালে বিশ্বকাপ জয়ের পর দিন মহেন্দ্র সিং ধোনি যখন কাপ হাতে পোজ দিয়েছিলেন, তখন তাঁর মস্তক ছিল প্রায় মুণ্ডিত৷ ছক্কা মেরে ট্রফি জেতানোর মতো আচমকা সামনে আসা তাঁর সেই লুক সাড়া ফেলেছিল যথেষ্ট৷ শনিবার রাতে সোশ্যাল মিডিয়ার দৌলতে আবার সামনে এল ধোনির মুণ্ডিত মস্তকের ছবি৷ এবং এবারও তাঁর সেই ভাইরাল হওয়া নয়া লুক চর্চার কেন্দ্রে৷

মাহির হেয়ারস্টাইল অবশ্য তাঁর আন্তর্জাতিক মঞ্চে আগমনের সময় থেকেই আকর্ষণের বিষয়৷ তখন তাঁর কাঁধ পর্যন্ত বড় চুল, যার প্রেমে পড়ে গিয়েছিলেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ পর্যন্ত৷ পরবর্তী কালে আবার সেই মাহিই ছোট চুলের ছাঁটে সামনে এসে সবাইকে তাক লাগিয়ে দেন৷ সেই হিসেবে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের কেশসজ্জায় চমক অভূতপূর্ব না-হলেও, এবার সকলে তাজ্জব হয়েছেন তাঁর মুণ্ডিত মস্তকে৷ একটি সর্বভারতীয় ক্রীড়া চ্যানেলের টুইটার অ্যাকাউন্টে পোস্টের সৌজন্যে সাড়া ফেলে দেওয়া ধোনির নয়া রূপ দেখে মনে হচ্ছে, সংসারের মায়া কাটিয়ে সন্ন্যাসীর জীবন বেছে নিয়েছেন তিনি৷ ছবিটির ক্যাপশনে লেখা হয়, ‘ধোনির এই নতুন অবতার, যা ইন্টারনেটে তোলপাড় ফেলে দিতে পারে, তা দেখার পর থেকে আমরা সকলেই অবাক! আপনারা এব্যাপারে কী ভাবছেন?’

ধোনি যেখানে বর্তমানে আসন্ন আইপিএলের প্রস্তুতির জন্য চেন্নাইয়ে রয়েছেন বলে খবর, সেখানে হঠাৎ এমন ছবি কেন? শোনা যাচ্ছে, কোনও কিছুর প্রচারের জন্যই তাঁর এই নতুন বেশ৷ তবে সেই প্রচার কোনও পণ্যের নাকি তাঁর আইপিএল দল চেন্নাই সুপার কিংসের, তা এখনও পরিষ্কার নয়৷ যেমন স্পষ্ট নয়, ছবিটিতে মাহি সত্যিই মুণ্ডিত মস্তক নাকি তা প্রস্থেটিক মেক-আপের কারিকুরি৷ তবে প্রকৃত কারণ বা প্রকৃত রূপ যাই হোক না কেন, মহেন্দ্র সিং ধোনির নতুন লুক যে নেটাগরিকদের মধ্যে সেনসেশন তৈরি করেছে, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 13 =