স্পেন, রাশিয়ায় করোনার থাবা! ম্যাচের আগেই ফুটবলারদের টিকা

স্পেন, রাশিয়ায় করোনার থাবা! ম্যাচের আগেই ফুটবলারদের টিকা

 

বেলজিয়াম: ইউরো শুরু হতেই অশুভ সংবাদ আয়োজকদের জন্য। বিশ্বে অন্যতম জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট শুরু হতেই কোভিডের হানা। তার জেরে আতঙ্ক বাড়াল উদ্যোক্তাদের। স্পেনের অধিনায়কের পর, এবার করোনা আক্রান্ত হলেন রাশিয়ার উইংগার আন্দ্রেয়ি মোস্টোভি। এর জেরে এবারের ইউরো কাপ থেকে ছিটকে গেলেন তিনি। তার ফলে চাপ বাড়ল রাশিয়া শিবিরে। অতীতেও করোনা আবহে একাধিক গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট কোভিডের হানায় বাধ পথে স্থগিত করে দিতে হয়েছে। সাম্প্রতি করোনার জেরে স্থগিতে হয়ে গিয়েছে ভারতে অনুষ্ঠিত আইপিএল। একাধিক ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছিলেন আইপিএলে। যদিও স্থগিত হয়ে যাওয়া আইপিএল সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হবে। আর এবার ইউরো শুরু হতেই রাশিয়া শিবিরে থাবা বসাল করোনা। আন্দ্রেয়ি মোস্টোভির জায়াগায় জানা গিয়েছে খেলানো হবে রোমান ইয়েভজেনেভ। শনিবার সেন্ট পিটার্সবার্গে বেলজিয়ামের বিপক্ষে প্রথম ম্যামচে খেলতে নামতে চলেছে রাশিয়া। তার আগেই ছিটকে গেলেন মোস্টোভি।

উল্লেখ্য কয়েকদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন স্পেনের অধিনায়কও। রিপোর্ট পজেটিভ আসে স্পেন দলের অধিনায়ক সের্জিও বুস্কেটসের। তারপরই গোটা দলে ছড়িয়ে পড়ে আতঙ্ক। আইসোলেসনে চলে যায় গোটা দল। এর ২ দিন পর ফের কোভিড টেস্ট করা হয় স্পেন দলের। তখন দেখা যায় রিপোর্ট পজেটিভ আসে দিয়েগো লরেন্তের। সুইডেনের বিরুদ্ধে ইউরো কাপের প্রথম ম্যাচ খেলতে নামবে স্পেন। তার আগে আতঙ্ক স্পেন শিবিরে। তাই কোনও রকম ঝুঁকি না নিয়ে, ইউরো কাপে প্রথম ম্যাচে খেলতে নামার আগেই স্পেনের ফুটবলারদের করোনার ভ্যাকসিনে দেওয়া হবে। দেশের সেনার সহযোগিতায় প্রতিটি ফুটবলারকে টিকা দেবে স্পেন। তবে স্প্যানিশ ফুটবলারদের কোন ভ্যাকসিন দেওয়া হবে তা এখনো জানা যায়নি। ম্যাচের আগে ভ্যাকসিন দেওয়ায়, খেলোয়াড়দের স্বাভাবিক ভাবেই এর পাশ্বপ্রতিক্রিয়া হতেই পারে। তাই নিয়ে চিন্তায় টিম ম্যানেজমেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + thirteen =