ব্রিসবেন: ফের একবার বর্ণবিদ্বেষী মন্তব্যের শিকার হলেন ভারতীয় পেস বোলার মহম্মদ সিরাজ। ভারত ও অস্ট্রেলিয়ার চতুর্থ ও শেষ টেস্টের প্রথম দিনেই গাব্বার দর্শকাসন থেকে বর্ণবিদ্বেষী মন্তব্য উড়ে আসে সিরাজকে উদ্দেশ্য করে। শুধু সিরাজ নন, এমন মন্তব্যের শিকার হয়েছেন আরও এক ভারতীয় খেলোয়াড় ওয়াশিংটন সুন্দরও।
দুই দেশের মধ্যে চলা বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টে সিডনির মাঠে দর্শকাসন থেকে উড়ে আসা বর্ণবিদ্বেষী মন্তব্যকে ঘিরে উত্তাল ক্রিকেটবিশ্ব। তাই নিয়ে আম্পায়ারদের কাছে অভিযোগও করেন ভারতীয় খেলোয়াড়রা। এই ঘটনার জেরে সিডনি টেস্টের চতুর্থ দিনে খেলা বেশ কিছুক্ষণের জন্য বন্ধও থাকে। কিন্তু তাতেও শিক্ষা হয়নি আজি দর্শকদের। দিনকয়েকের মধ্যে ব্রিসবেনেও সেই একই ছবি দেখা গেল।
গাব্বার দর্শকরাই অজি সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড-কে জানিয়েছে, গ্যালারির সেকশন ২১৫ ও ২১৬ থেকে কিছু দর্শক ভারতীয় ক্রিকেটার সিরাজকে উদ্দেশ্য করে ‘নোংরা কীট’ বলে মন্তব্য করে। এরপরেও শান্তি হয় না তাদের। সিরাজ ও ওয়াশিংটন সুন্দরকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন তারা।
ভারতীয় দল সূত্রে খবর, এই বিষয়ে আইসিসির কাছে লিখিত অভিযোগ জানিয়েছে ভারতীয় দল। শুক্রবার গাব্বায় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক টিম পেইন। দিনের শেষে অস্ট্রেলিয়া ৫ উইকেট হারিয়ে ২৭৪ রান করে। বুমরা-অশ্বিনহীন তরুণ ভারতীয় বোলিং লাইনআপ অজিদের বিরুদ্ধে দারুন লড়াই করে। শতরান করেছেন মার্নাস লাবুশানে (২০৪ বলে ১০৮ রান)।