মহম্মদ শামির বাড়িতে ঢুকে তাণ্ডব, চূড়ান্ত পরিণতি স্ত্রী হাসিন জাহানের

লখনউ: স্বামীকে জেলা পাঠানোর আগেই নিজেই গেলেন শ্রীঘরে৷ শাশুরির উপর অত্যাচার চালানোর দায়ে গ্রাপ্তার ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান৷ উত্তরপ্রদেশের আমরোহার পুলিশ হাসিন জাহানকে গ্রেপ্তার করেছে বলে খবর৷ পরে, জামিন পান তিনি৷ হাসিন জানিয়েছেন, কলকাতায় ফিরে ফের আইনি লড়াই করবেন৷ অভিযোগ, রবিবার গভীর রাতে মহম্মদ শামির পৈতৃক ভিটেয় হাজির হয়ে শাশুরির

মহম্মদ শামির বাড়িতে ঢুকে তাণ্ডব, চূড়ান্ত পরিণতি স্ত্রী হাসিন জাহানের

লখনউ:  স্বামীকে জেলা পাঠানোর আগেই নিজেই গেলেন শ্রীঘরে৷ শাশুরির উপর অত্যাচার চালানোর দায়ে গ্রাপ্তার ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান৷ উত্তরপ্রদেশের আমরোহার পুলিশ হাসিন জাহানকে গ্রেপ্তার করেছে বলে খবর৷ পরে, জামিন পান তিনি৷ হাসিন জানিয়েছেন, কলকাতায় ফিরে ফের আইনি লড়াই করবেন৷

অভিযোগ, রবিবার গভীর রাতে মহম্মদ শামির পৈতৃক ভিটেয় হাজির হয়ে শাশুরির উপর তাণ্ডব শুরু করে হাসিন৷ এর পরই শামির বাড়ির তরফে পুলিশে খবর দেওয়া হয়৷ উত্তরপ্রদেশের সহসপুরের আলি নগরে শামির বাড়ির সামনে থেকে হাসিনকে গ্রেপ্তার করে পুলিশ৷  ভারতীয় দণ্ডবিধির ১৫১ নম্বর ধারা অনুযায়ী হাসিনের নামে চার্জশিট গঠন করেছে পুলিশ৷ আজ সকালে হাসিনকে এসডিএম কোর্ট হাজির করা হয়৷ এর আগেও শামির পরিবারে সদস্যদের বিরুদ্ধে ধর্ষণ সহ হেনস্থার অভিযোগ তোলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 16 =