Aajbikel

কান্নায় ভেঙে পড়া শামিকে বুকে জড়িয়ে সান্ত্বনা মোদীর

 | 
মোদী-শামি

নয়াদিল্লি: দেশের জন্য নিজেকে উজায় করে দিয়েছেন তিনি৷ রোহিত-কোহলি-বুমরাহদের পাশাপাশি বিশ্বকাপের মঞ্চে সমান ভাবে আলোচিত হয়েছে তাঁর নাম৷ অথচ দেশের জন্য ভালো পারফর্ম করা সত্বেও এক সময় তাঁর ধর্ম পরিচয়টাই হয়ে উঠেছিল মুখ্য৷ শুধুমাত্র ধর্মের জেরে সোশ্যাল মিডিয়ায় রোষের মুখে পড়তে হয়েছিল তাঁকে৷ তাঁর বিরুদ্ধে উঠেছে গার্হস্থ্য হিংসার অভিযোগ৷ দিনের পর দিন লড়াই করে গিয়েছেন একা৷ কাউকে পাশে পাননি। তবে সব আলোচনা-সমালোচনাকে পিছনে ফেলে বিশ্বকাপে সকলের মন জিতে নেন মহম্মদ শামি। তিনিই বিশ্বকাপের আসরে সর্বোচ্চ উইকেট শিকারি৷ তবে শেষলগ্নে এসে স্বপ্ন ভেসেছে সাবরমতির জলে৷ হাতছাড়া হয়েছে বিশ্বকাপ ট্রফি। ম্যাচের শেষে ড্রেসিংরুমে কান্নায় ভেঙে পড়েন এই তারকা পেসার৷ সেই সময় বুকে জড়িয়ে তাঁকে সান্ত্বনা দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ 


সোমবার সেই ছবি টুইট করেন শামি। সেখানে দেখা যাচ্ছে, ম্যাচের শেষে ভারতীয় দলের ড্রেসিংরুমে দাঁড়িয়ে নমো৷ সেই সময় কান্নায় ভেঙে পড়া শামিকে নিজের বুকে জড়িয়ে ধরেন। সান্ত্বনা দেন গোটা ভারতীয় দলকেই। ওই ছবি টুইট করে শামি লেখেন, “ড্রেসিংরুমে এসে আমাদের মনোবল বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবার কামব্যাক করব।”    

Around The Web

Trending News

You May like