নিউজিল্যান্ডকে উড়িয়ে সিরিজ জিতলেন মিতালিরাও

নিউজিল্যান্ড: নিউজিল্যান্ডে দ্বিতীয় ম্যাচেও জয়। কোহলিদের পর সিরিজ জিতল মহিলা ক্রিকেট দলও। আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপের অন্তর্গত তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারাল ভারত। প্রতিপক্ষকে মাত্র ১৬১ রানে অলআউট করেন ভারতীয় বোলাররা। অভিজ্ঞ ঝুলন গোস্বামী নেন তিন উইকেট। রান তাড়া করতে নেমে অল্প রানে জেমাইমা রডরিগেজ ও দীপ্তি শর্মার উইকেট হারায় ভারত। অনবদ্য

নিউজিল্যান্ডকে উড়িয়ে সিরিজ জিতলেন মিতালিরাও

নিউজিল্যান্ড: নিউজিল্যান্ডে দ্বিতীয় ম্যাচেও জয়। কোহলিদের পর সিরিজ জিতল মহিলা ক্রিকেট দলও। আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপের অন্তর্গত তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারাল ভারত।

প্রতিপক্ষকে মাত্র ১৬১ রানে অলআউট করেন ভারতীয় বোলাররা। অভিজ্ঞ ঝুলন গোস্বামী নেন তিন উইকেট। রান তাড়া করতে নেমে অল্প রানে জেমাইমা রডরিগেজ ও দীপ্তি শর্মার উইকেট হারায় ভারত। অনবদ্য ছন্দে থাকা স্মৃতি মন্ধনা (৯০) এবং মিতালি রাজের (৬৩) অবিচ্ছিন্ন জুটিতে ৩৫.২ ওভারে ম্যাচ ও সিরিজ জয় নিশ্চিত করে ভারত। ছয় মেরে ম্যাচ শেষ করেন মিতালি। সিরিজের এক ম্যাচ বাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 2 =