Aajbikel

বিশ্বকাপ জিতেই কি বুদ্ধিনাশ? সদ্য-জেতা ট্রফির উপর দু’পা তুলে ছবি তুললেন মার্শ! শুরু বিতর্ক

 | 
মার্শ

নয়াদিল্লি: আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে স্বপ্নভঙ্গ ভারতের৷ হাতছাড়া হয়েছে বিশ্বকাপের ট্রফি৷ তবে যে বিশ্বকাপ হাতে তোলার জন্য প্রতিটি খেলোয়াড় মুখিয়ে থাকে, সেই কপি হাতে পেয়ে কি তার মর্যাদাই ভুলে গেলেন মিচেল মার্শ? বিশ্বকাপের ট্রফির উপরেই দিব্যি দু’পা তুলে বসে রইলেন তিনি৷ সেই পোজে ছবিও তুললেন৷ আর সেটা বেশ ফলাও করে দেখালেন অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু এই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে সমালোচনা। এ কেমন উল্লাস? কেন এমন করলেন মার্শ? উঠতে শুরু করেছে প্রশ্ন৷ 

ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়ান হওয়ার পরই দলের উল্লাসের বেশ কিছু ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোষ্ট করেন অসি ক্যাপ্টেন কামিন্স। সেখানেই একটি ছবিতে দেখা যায়, খোশ মেজাজে দু’টি পা ট্রফির উপর তুলে হাসি মুখে বসে রয়েছেন মার্শ। ডান হাতে ধরা পানীয়ের বোতল। বাম হাত মুষ্টিবদ্ধ। যেন বোঝাতে চাইছেন- কেমন দিলাম? কিন্তু তাঁর এই ছবি ঘিরেই শুরু হয়েছে বিতর্ক৷ 

সাধারণত বিশ্বকাপ হাতে পেয়ে চুমুতে ভরান প্লেয়াররা৷ ২০২২সালে ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপ জেতার পরে ট্রফি বুকে জড়িয়ে ঘুমিয়েছিলেন লিয়োনেল মেসি। এই ট্রফি ঘিরে থাকে আলাদা আবেগ৷ কিন্তু এ কেমন উল্লাস!

Around The Web

Trending News

You May like