২১ বছর পর অলিম্পিকে প্রথম পদক ভারতের, ইতিহাস লিখলেন মীরাবাই চানু

২১ বছর পর অলিম্পিকে প্রথম পদক ভারতের, ইতিহাস লিখলেন মীরাবাই চানু

 

টোকিও:  টোকিও অলিম্পিকে প্রথম পদক জয় ভারতের৷ দীর্ঘ ২১ বছর পর অলিম্পিকে ভারোত্তলে রুপো জিতলেন মীরাবাই চানু৷ ৪৯ কেজি বিভাগে প্রথম রুপো জয় ভারতের৷ কর্ণম মালেশ্বরীর পর ফের ভারোত্তলে পদক ভারতের৷

মাত্র ২৬ বছর বয়সি ৪৯ কিজে বিভাগে ভারতের আশা জাগিয়ে রেখেছিলেন মীরাবাই চানু৷ ফেভারিট হিসেবে শুরু করার পর দেশের হয়ে পদক ছিনিয়ে আনলেন তিনি৷ মীরাবাই চানুর এই সাফল্যে অলিম্পিক্সে ভারোত্তলনে প্রথম পদক পেল ভারত৷ পাশাপাশি দেশের ক্রিড়া ইতিহাসে নাম তুলে রাখলেন ইম্ফলের সাধারণ পরিবার থেকে উঠে আসা চানু৷ করোনার কারণে প্রস্তুতিতে ধাক্কা খেয়েছিল চানু৷ কিন্তু ছিল পদক জয়েক কঠিন লড়াই৷ অলিম্পিক্সে নেমেই মীরাবাই বুঝিয়ে দিলেন তিনি ভারতের সেই লড়াকু যুবতী৷ মীরাবাই চানুর এই সাফল্যের পর টুইটে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এই পদক জয়ের পর শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *