নয়াদিল্লি: চলতি বছরের অলিম্পিকে দেশকে প্রথম পদক এনে দিয়েছেন মীরাবাঈ চানু। ইতিমধ্যেই তাঁর এই কৃতিত্বকে সম্মান জানিয়ে বিখ্যাত পিৎজ্জা প্রস্তুতকারী সংস্থা ডোমিনোস ঘোষণা করেছে যে আজীবন মীরাবাঈকে বিনামূল্যে পিৎজ্জা দেবে তারা। এবার দেশে ফিরতেই তাঁর জন্য বড় ঘোষণা করল মণিপুর সরকার। পুলিশের এএসপি বা অ্যাডিশনাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ ঘোষিত করা হয়েছে অলিম্পিকে পদক জয়ী মীরাবাঈ চানুকে।
এদিন টোকিও থেকে দেশে ফেরেন মীরাবাঈ চানু এবং তাকে স্বাগত জানাতে দিল্লি বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন অনেক ভক্ত। এর আগে রেলের টিকিট পরীক্ষক হিসেবে কাজ করতেন চানু। তবে এবার অলিম্পিকে দেশকে পদক এনে দেওয়ার কারণে তাঁকে আরো বড় সম্মান জানানোর প্রচেষ্টা করল মণিপুর সরকার। জানানো হয়েছে, মীরাবাঈ চানু এখন এএসপি বা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ। এর আগে চানুকে এক কোটি টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল সরকারের তরফে।
আরও পড়ুন- ভারতকে সোনা এনে দিলেন প্রিয়া মালিক, তবে অলিম্পিকে নয়
এদিকে আবার জল্পনা যে বদলে যেতে পারে মীরাবাই চানুর পদকের রং৷ রুপোর রং বদলে হতে পারে সোনা৷ তৈরি হয়েছে তেমনই সম্ভাবনা৷ টোকিও অলিম্পিকে ভারত্তোলনে ভারতের হয়ে প্রথম রুপো জিতেন ভারতের মেয়ে চানু৷ কিন্তু তাঁর বিভাগে সোনাজয়ীর হঠাৎ ডোপ টেস্টে তৈরি হয়েছে চানুর পদক বদলের সম্ভাবনা৷ ৪৯ কেজি বিভাগে ভারত্তোলনে সোনা জিতেছিলেন চিনের প্রতিযোগী জিহুই হৌ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন মীরাবাই চানু৷ কিন্তু এরই মাঝে আমেরিকার কাইল বাস নামে এক নেট বাসিন্দা টুইট করে বলেন, ‘‘চিনা প্রতিযোগী ঝিহুই হৌ-এর ডোপ টেস্ট হবে৷’’ এই খবর ভাইরাল হতেই চানুর পদক বদলের জল্পনা মাথাচাড়া দেয়৷ এই টুইট দেখার পর অনেকেই মেন করেন হৌ নিষিদ্ধ ওষুধ নিয়েছেন৷