মিলখা সিংয়ের প্রয়াণে শোকস্তব্ধ দেশ, কিংবদন্তির স্মৃতিচারণা সকলের

মিলখা সিংয়ের প্রয়াণে শোকস্তব্ধ দেশ, কিংবদন্তির স্মৃতিচারণা সকলের

নয়াদিল্লি: করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পর বেশ কয়েকদিন শারীরিক সমস্যায় ভুগছিলেন কিংবদন্তি স্পিন্টার মিলখা সিং। সেই কারণে শারীরিক অবস্থার অবনতির জন্য সকলকে ছেড়ে চলে গেলেন তিনি। মিলখা সিংয়ের প্রয়াণে শোকের ছায়া গোটা দেশজুড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সকলেই শোক জ্ঞাপন করেছেন এই ঘটনায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর স্মৃতিচারণায় লিখেছেন, “অগণিত ভারতীয় মনে বিশেষ জায়গা করে রেখেছেন তিনি। তিনি বহু মানুষের অনুপ্রেরণা।” মোদী এও জানিয়েছেন,  কিছুদিন আগেই মিলখা সিংয়ের সঙ্গে তাঁর কথা হয়েছিল কিন্তু তিনি জানতেন না সেটাই তাদের শেষবার কথা হচ্ছে। তাঁর প্রয়াণে তিনি গভীরভাবে শোকাহত। 

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জানিয়েছেন, “স্পোর্টিং আইকন মিলখা সিংয়ের চলে যাওয়া গভীর শোক দিয়েছে তাঁকে। তাঁর জীবনের গল্প প্রচুর মানুষকে শক্তি যোগায় এবং তিনি বহু ভারতীয়র জন্য অনুপ্রেরণা।” 

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখছেন, “বিশ্ব অ্যাথলেটিক্সে বিপুল ছাপ ছেড়ে গিয়েছেন মিলখা সিং। দেশ তার অন্যতম উজ্জ্বল নক্ষত্রকে চিরদিন মনে রাখবে।” 

এদিকে টুইট করে শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনকড়। 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =