দোহা: নেদারল্যান্ডসের সঙ্গে ২-০ গোলে এগিয়ে থেকেও ২-২ গোলে ড্র। পরে খেলা গড়ায় টাইব্রেকারে এবং তাতে কাঙ্ক্ষিত জয় আর্জেন্টিনার। তবে খেলার ফল অন্য হতেও পারত। সেটা আন্দাজ করেই হয়তো রেফারির ওপর চটে গিয়েছেন লিওনেল মেসি। তিনি খেলা শেষে স্পষ্ট জানিয়েছেন, রেফারি নিয়ে কিছু বলতে চান না তবে ফিফার উচিত যাকে তাকে এত গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব না দেওয়া। একই সঙ্গে বিপক্ষের কোচ ভ্যান গলকেও ম্যাচ শেষে নিশানা করেছেন মেসি।
আরও পড়ুন- তথ্য হাতানো হল না তো? হোয়াটসঅ্যাপ বন্ধে আতঙ্কে একাংশ
কোয়াটার ফাইনালের ওই ম্যাচে স্পেনের রেফারি মাতেউ লাহোজ ছিলেন দায়িত্বে। ম্যাচে ১৬ টি হলুদ কার্ড দেখান তিনি। এদিকে একের পর এক ফাউল দিয়ে গিয়েছেন। এই সিদ্ধান্ত নিয়েই খুশি নন আর্জেন্টাইন তারকা। মেসি জানিয়েছেন, ফিফার ভেবে দেখা উচিত এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে এমন রেফারিকে দায়িত্ব দেওয়া উচিত কিনা যে কাজটার যোগ্যই না। পাশাপাশি নেদারল্যান্ডসের কোচ ভ্যান গলের উদ্দেশে ম্যাচ শেষ হাত নেড়ে অঙ্গভঙ্গি করতে দেখা যায় এলএম ১০ কে। অনেকেই মনে করছেন, তাঁকে আর বেশি কথা বলতে বোধহয় মানা করছিলেন মেসি। কিন্তু কেন এমন করলেন তিনি?
আসলে কোয়াটার মোকাবিলার আগে ভ্যান গল সাংবাদিক বৈঠকে দাবি করেছিলেন যে, বিপক্ষ যখন আক্রমণ করে তখন মেসি আদতে কোনও ভূমিকাই পালন করেন না। তিনি মাঠে হেঁটে বেড়ান। তাঁর জন্য পাহারা থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তাই টাইব্রেকারে তাঁদের হারিয়ে মেসি হয়তো এটাই বিপক্ষ কোচকে বললেন যে, তাঁর এই কথা বলা উচিত হয়নি, তিনি একটু বেশি কথাই বলেছেন। আর এতে তিনি যে অপমানিত হয়েছেন সেটাও বুঝিয়েছেন।