বিতর্কিত পেনাল্টি থেকে সাদিকুর দুর্ধর্ষ গোল, ডুরান্ড ফাইনালে মোহনবাগান

বিতর্কিত পেনাল্টি থেকে সাদিকুর দুর্ধর্ষ গোল, ডুরান্ড ফাইনালে মোহনবাগান

Controversial Penalty

কলকাতা: ডুরান্ড কাপ ফাইনালে কলকাতা ডার্বি। আজ এফসি গোয়াকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠল মোহনবাগান সুপার জায়ান্টস। আগের দিন নর্থইস্টকে হারিয়ে আগেই ফাইনালের টিকিট পাকা করেছিল ইস্টবেঙ্গল। তাই ১৯ বছর পর আবার ডুরান্ড ফাইনালে ডার্বি হচ্ছে।   

এদিন খেলার প্রথম থেকে চাপ বাড়িয়েছিল এফসি গোয়া। নিজেদের মধ্যে ছোট ছোট পাসে আক্রমণে ওঠে তারা। প্রথম দিকে মোহনবাগানকে ঠিক ছন্দে লাগছিল না। তা আরও স্পষ্ট হয়ে যায় ২২ মিনিটের মাথায়। হুগো বুমোসের ভুল পাসে পায়ে বল পেয়ে যান গোয়ার নোয়া সাদোয়ই। সেই বল জালে ঠেলতে ভুল করেননি তিনি। বেশ খানিকটা দৌড়ে গিয়ে দ্বিতীয় পোস্টে গোল করেন গোয়ার নোয়া।  এরপর বেশ কিছুক্ষণই বলের দখল থেকে আক্রমণ, সবেতেই এগিয়ে থাকে গোয়া। কিন্তু ম্যাচের মোড় ঘোরােয় এক বিতর্কিত পেনাল্টি। বাগানের ফুটবলারকে ফাউল করেন গোয়ার ফুটবলার। খালি চোখে দেখে মনে হচ্ছিল ফাউল বক্সের বাইরে হয়েছে। গোয়ার ফুটবলারেরাও লাইন্সম্যান ও রেফারির কাছে সেই দাবিই জানান। কিন্তু রেফারি পেনাল্টি দেন। স্পট থেকে গোল করতে ভুল করেননি কামিংস। 

পড়ে দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটের মাথায় এগিয়ে যায় সবুজ-মেরুন। সন্দেশ জিঙ্ঘনের ভুলে বক্সের বাইরে বল পান পরিবর্ত হিসাবে নামা আর্মান্দো সাদিকু। বক্সের বাইরে থেকেই ডান পায়ের জোরালো শটে গোল করেন তিনি। তারপর আর বিশেষ খেলায় ফিরতে পারেনি এফসি গোয়া। ৯০ মিনিটের মাথায় ফ্রি কিক থেকে আসা বলে হেড করেছিলেন গোয়ার ফুটবলার নোয়া। সেই বল গোলের মধ্যে ছিল। মোহনবাগানের গোলরক্ষক বিশাল শরীর ছুড়ে সেই বাঁচান।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =