Aajbikel

'ম্যাড ম্যাক্স' একাই ২০০! কী কী রেকর্ড করলেন অজি তারকা

 | 
maxwell

কলকাতা: মঙ্গলবার আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল যে ইনিংসটি খেলেছেন তাকে কোনওভাবেই ব্যাখ্যা করা যায় না। ঐতিহাসিক, অতিমানবিক, আশ্চর্য... এইসব শব্দও কম পড়বে যেন। একটা সময় তাঁর দল ৯১ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল। ৯৯ শতাংশ মানুষ ভেবে নিয়েছিলেন যে চলতি বিশ্বকাপে অঘটন ঘটবে, আফগানিস্তান হেলায় হারাবে অস্ট্রেলিয়াকে। কিন্তু শেষ পর্যন্ত যা হল তা যুগের পর যুগ মনে রাখবে সকলে। 

অস্ট্রেলিয়াকে করতে হত ২৯২ রান। গ্লেনের সঙ্গে প্যাট কামিন্স যখন খেলতে শুরু করলেন তখন কেউ ভাবেনি যে অস্ট্রেলিয়া ১৫০ রানও করতে পারবে। কিন্তু খেলা তখন থেকে বদলাল। ইতিমধ্যেই ম্যাক্সওয়েল অন্তত তিনবার 'জীবন' ফিরে পেয়েছিলেন। দুবার ক্যাচ মিস, একবার রিভিউ। তারপর তিনি যা ব্যাটিং শুরু করলেন তাতে শুধু আফগানরা উড়ে গেল তা নয়, একাধিক রেকর্ড ধ্বংস করলেন ম্যাক্সওয়েল। ১২৮ বলে ২০১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। দল ম্যাচ জিতেছে ওই ৩ উইকেটেই। তাহলে কোন কোন রেকর্ড ভাঙলেন 'ম্যাড ম্যাক্স'?

ম্যাক্সওয়েলের রেকর্ড এক নজরে 

*একদিনে আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে নন-ওপেনার হিসেবে সর্বোচ্চ রান
*প্রথম কোনও অজি ব্যাটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্বি-শতরান
*একদিনে আন্তর্জাতিক ক্রিকেটে রান তাড়া করতে নেমে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস

*একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম শতরান
*পঞ্চাশ ওভারের বিশ্বকাপে এই নিয়ে তৃতীয়বার ডাবল-সেঞ্চুরি
*সপ্তম উইকেটে বা তারও নীচে একদিনে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের পার্টনারশিপ (২০২) 

Around The Web

Trending News

You May like