ইন্ডিয়া ওপেন বক্সিং টুর্নামেন্টে মেরি কম

গুয়াহাটি : ২০ মে থেকে অসমের গুয়াহাটিতে শুরু হচ্ছে ইন্ডিয়া ওপেন বক্সিং টুর্নামেন্ট। এই প্রতিযোগিতায় ভারতের সুপার বক্সার মেরি কম ৫১ কেজি বিভাগে অবতীর্ণ হবেন। আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামার আগে ইন্ডিয়া ওপেন ভালোই সাহায্য করবে বলে মনে করছেন প্রাক্তন চ্যাম্পিয়ন মেরি কম। তাঁর কথায়, ‘জার্মানিতে প্রস্তুতি খুবই ভালো হয়েছে, ফলে এই টুর্নামেন্টে সাফল্য আসবেই।’ অন্যদিকে,

13c466054b50f0ee08f881c85336ffe9

ইন্ডিয়া ওপেন বক্সিং টুর্নামেন্টে মেরি কম

গুয়াহাটি : ২০ মে থেকে অসমের গুয়াহাটিতে শুরু হচ্ছে ইন্ডিয়া ওপেন বক্সিং টুর্নামেন্ট। এই প্রতিযোগিতায় ভারতের সুপার বক্সার মেরি কম ৫১ কেজি বিভাগে অবতীর্ণ হবেন। আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামার আগে ইন্ডিয়া ওপেন ভালোই সাহায্য করবে বলে মনে করছেন প্রাক্তন চ্যাম্পিয়ন মেরি কম।

তাঁর কথায়, ‘জার্মানিতে প্রস্তুতি খুবই ভালো হয়েছে, ফলে এই টুর্নামেন্টে সাফল্য আসবেই।’ অন্যদিকে, বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি জানিয়েছেন, ভারতের সব প্রান্তেই বক্সিং পৌঁছে দিতেই আমরা এই ইন্ডিয়া ওপেন চালু করেছি। এই টুর্নামেন্টে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন, এশিয়ান গেমসে সোনাজয়ী সহ বিশ্বের প্রথম শ্রেণির বক্সাররা অংশ নিতে চলেছে। পুরস্কার মূল্য ৭০ হাজার মার্কিন ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *