নয়াদিল্লি: অন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের সর্বশেষ বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এলেন মেরি কম। ৬ বার বিশ্ব চ্যামিপয়নের খেতাব জেতার জন্য সাবর উপরে রয়েছেন তিনি। মনিপুর দুহিতা মেরি কম বিশ্ব চ্যাম্পিয়নশিপের সবথেকে সফল বক্সার যিনি গত নভেম্বরে দিল্লিতে ৪৮ কিলো ক্যাটাগরিতে সেরা হয়েছিলেন।
ওয়েট বিভাগে ১৭০০ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষে রয়েছেন তিনি। যেহেতু ৪৮ কিলো বিভাগ এখনও অলিম্পিকে অন্তর্ভুক্ত নয়, তাই মেরিকে তৈরি হতে হবে ৫১ কেজি বিভাগে। তিন সন্তানের জননী মেরি গতবছর কমনওয়েলথে ও পোল্যান্ডের টুর্নামেন্টে সোনা জিতেছেন। রুপো জিতেছেন বুলগেরিয়ায়। ভারতীয়দের মধ্যে ৫১ কেজিতে অষ্টম স্থানে রয়েছেন পিঙ্কি জাংরা। ৫৭ কেজিতে দ্বিতীয় স্থানে রয়েছেন সোনিয়া লাথার। ৬৪ কিলোতে চতুর্থ স্থানে বিশ্ব ব্রোঞ্জ পদকজয়ী সিমরানজিৎ কাউর।