খেলার মাঠে অজি তরুণীকে বিয়ের প্রস্তাব! ভাইরাল ভারতীয় যুবকের ভিডিও

খেলার মাঠে অজি তরুণীকে বিয়ের প্রস্তাব! ভাইরাল ভারতীয় যুবকের ভিডিও

সিডনি: খেলার মাঠে তখন ধুন্ধুমার৷ সিডনিতে তখন চলছে ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওডিআই৷ মাঠজুড়ে লড়াই নীল হলুদের৷ কিন্তু স্টেডিয়ামের গ্যালারিতে মিলে মিশে একাকার দুই রং৷ খেলার চলার মাঝেই অজি প্রমিকাকে প্রোপোজ করলেন ভারতীয় বয়ফ্রেন্ড৷ টিভির পর্দায় তাঁদের রোমান্টিক প্রেমের দৃশ্য সম্প্রচারিত হতেই তা ভাইরাল৷ এই দৃশ্য মন কেড়ে নেয় আপামর দর্শকের৷

আরও পড়ুন- মাদ্রিদের ক্লাবে সাক্ষর বঙ্গ তনয়ার, বৃষ্টির অনবদ্য সাফল্যে গর্বিত বাংলা

মাঠে প্রতিপক্ষ শিবির হলেও স্টেডিয়ামে তাঁরা ধরা দিল একে অপরের বাহুডোরে৷ ভারতীয় জার্সি গায়ে জড়িয়েই ওই প্রেমিক তাঁর প্রেম নিবেদন করলেন অজি প্রেমিকাকে৷ রীতি মতো হাঁটু মুড়ে আংটি হাতে প্রেমের প্রস্তাব দেন তিনি৷ অস্ট্রেলিয়ার জার্সির রং-এর টিশার্ট গায়ে নিয়েই  ভারতীয় প্রেমিকের আবেদনে সাড়া দেন অস্ট্রেলীয় যুবতী৷ সম্মতি জানান আজীবন সঙ্গে থাকার৷ এর পরেই একে অপরকে জড়িয়ে ধরে চুম্বন করেন তাঁরা৷ মাঠের ২২ গজে সেই সময় জয়ের জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে ভারত৷ সেই সময়ই গ্যালারিতে চলল মন দেওয়া নেওয়ার পালা৷ সেখানে প্রতিদ্বন্দ্বিতা নেই৷ নেই জয় পরাজয়ের লাজ৷ 

 

আরও পড়ুন- আদতে ক’জন সন্তান মারাদোনার? সঠিক তথ্যই পাওয়া যাচ্ছে না!

তাঁদের প্রেম নিবেদনের গোটা পর্বটিই ক্যামেরাবন্দি হয়৷ ফুটে ওঠে বিগ স্ক্রিনে৷ সঙ্গে সঙ্গে গোটা স্টেডিয়াম হাততালি দিয়ে তাঁদের অভিনন্দন জানায়৷ এই দৃশ্য দেখার পর কমেন্ট্রি বক্স থেকে মজায় যোগ দেন অ্যাডম গিলক্রিস্ট, শ্যেন ওয়ার্নরা৷  হাততালি দিতে দেখা যায় অস্ট্রেলিয়ার অল রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকেও। প্রসঙ্গত, দ্বিতীয় ওডিআই-তে ভারতের সামনে ৩৯০ রানের বিশাল টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়া৷ লড়াই করেও ৫১ রানে হারতে হয় ভারতকে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + sixteen =