নিলামে উঠতে চলেছে ফুটবলের রাজপুত্র মারাদোনার ঐতিহাসিক ‘হ্যান্ড অব গড’ জার্সি

নিলামে উঠতে চলেছে ফুটবলের রাজপুত্র মারাদোনার ঐতিহাসিক ‘হ্যান্ড অব গড’ জার্সি

309e96a24699c09369ba5db98f53f556

কলকাতা: ১৯৮৬-র বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল৷ সম্মুখ সমরে আর্জেন্তিনা বনাম ইংলন্ড৷ মেক্সিকোর স্টেডিয়ামে উপচে পড়া সমর্থকের ভিড়৷ সেই ম্যাচের প্রসঙ্গ উঠলেই সবার আগে মনে পড়ে যায় দিয়েগো মারাদোনার হাত দিয়ে ‘হ্যান্ড অফ গড’ গোল করার দৃশ্য৷ ওই ম্যাচে ফুটবলের রাজপুত্র নেমেছিল ১০ নম্বর জার্সি গায়ে৷ এবার সেই জার্সিই উঠছে নিলামে৷ ন্যূনতম দর ৪ মিলিয়ন পাউন্ড৷ ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪০ কোটি টাকা৷ ২০ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত অনলাইনে নিলাম করা হবে৷ 

আরও পড়ুন- হেরে মেজাজ হারালেন খেলোয়ার! প্রতিপক্ষকে কষিয়ে চড়, হতবাক ক্রিড়ামহল

ওই ম্যাচে আর্জেন্টিনার কাছে ১-২ গোলে হেরে বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে গিয়েছিল ইংল্যান্ড৷ ওই ম্যাচেই জোড়া গোল করেছিলেন ফুটবল সম্রাট। পাঁচ ডিফেন্ডারকে কাটিয়ে করা দিয়েগোর দ্বিতীয় গোলটি ২০০২ সালে ফিফার বিচারে শতাব্দীর সেরা গোলের মর্যাদা পায়। ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এই ম্যাচ৷ খেলা শেষ হওয়ার পর পরেই মারাদোনার সঙ্গে জার্সি বদল করেছিলেন ইংল্যান্ডের মিডফিল্ডার স্টিভ হজ। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ইংল্যান্ডের পেনাল্টি বক্সের মধ্যে লাফ দিয়ে গোলরক্ষক পিটার শিল্টনের মাথার উপর দিয়ে হাত দিয়ে বল জালে পাঠিয়েছিলেন মারাদোনা। 

যদিও এই গোল নিয়ে বিতর্ক রয়েছে৷ ইংল্যান্ডের ফুটবলাররা হ্যান্ড বলের দাবি তুলেছিলেন৷ তবে রেফারি মনে করেছিলেন, হেড করেই গোল করেছিলেন দিয়েগো মারাদোনা। পরে এই গোল প্রসঙ্গে মারাদোনা নিজেই বলেছিলেন, ‘‘এই গোলের নেপথ্যে ছিল মারাদোনার হেড ও ঈশ্বরের হাত৷’’ এই বিতর্কিত গোলের মিনিট চারেকের মধ্যে ফের গোল করেন আর্জেন্তিনার কিংবদন্তী৷ যা আজও ক্রীড়াপ্রেমীদের কাছে বিস্মিয়৷  মারাদোনার পায়ের জাদুতে মুগ্ধ হয়েছিল ফুটবল বিশ্ব। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে পাঁচ ডিফেন্ডারকে কাটিয়ে শিল্টনকে পরাজিত করে গোল করেছিলেন তিনি। বিশ্বকাপের ফাইনালে পশ্চিম জার্মানিকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বসেরা হয়েছিল  মারাদোনার আর্জেন্টিনা।