পদক জিততেই ঘুরল ভাগ্যের চাকা, দু’দিনেই ৪০টা বিজ্ঞাপনের প্রস্তাব, কত দর হাঁকছেন মনু?

নয়া দিল্লি: আইফেল টাওয়ারের শহরে ইতিহাস লিখেছেন ভারতীয় শুটার মনু ভাকের৷ প্যারিস অলিম্পিক্স থেকে জোড়া পদক জিতেছেন তিনি৷ ব্রোঞ্জ জিতলেও তিনিই এখন দেশের ‘গোল্ডেন গার্ল’৷…

monu

নয়া দিল্লি: আইফেল টাওয়ারের শহরে ইতিহাস লিখেছেন ভারতীয় শুটার মনু ভাকের৷ প্যারিস অলিম্পিক্স থেকে জোড়া পদক জিতেছেন তিনি৷ ব্রোঞ্জ জিতলেও তিনিই এখন দেশের ‘গোল্ডেন গার্ল’৷ ১২ বছরের খরা কাটিয়ে শুটিংয়ে পদক জিততেই মনুতে মুগ্ধ গোটা দেশ। সেই সঙ্গে বদলে গেল ভাগ্যও৷ একের পর এক বিজ্ঞাপনের অফারে ভাসছেন হরিয়ানার মেয়ে৷

২২ বছরের মনু আগে থেকেই কোটিপতি৷ বিভিন্ন টুর্নামেন্ট ও ব্র্যান্ড স্পনসরশিপের দৌলতে প্রায় ১২ কোটির মালিক তিনি৷ সেই সম্পত্তি এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে৷ অলিম্পিকে পদক জেতার পরই ৪০টি দামি সংস্থার কাছ থেকে বিজ্ঞাপনের প্রস্তাব এসেছে শুটারের কাছে। যদিও প্যারিস অলিম্পিক্স থেকে তৃতীয় পদক আনাই এখন মনুর একমাত্র লক্ষ্য৷ তবে তাঁর ম্যানেজমেন্ট টিম ইতিমধ্যেই বেশ কিছু বিজ্ঞাপনের প্রজেক্টেও সই করেছে। দীর্ঘ মেয়াদী চুক্তির দিকেই নজর নিচ্ছেন তাঁরা৷

অলিম্পিকে পদক জেতার পর দরও বেড়েছে মনুর। আগে বিজ্ঞাপন পিছু ২০ থেকে ২৫ লক্ষ টাকা নিতেন তিনি৷ এখন সেই ফি ৬-৭ গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে বলেই খবর। ফলে বিজ্ঞাপন পিছু এখন প্রায় দেড় কোটি টাকা চার্জ করছেন ভারতীয় শুটার৷