অলিম্পিক্সে ইতিহাস গড়া মনু এবার ভায়োলিন বাজাবেন, শিখবেন ভরতনাট্যমও!

নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জিতে নজর কেড়েছেন ভারতীয় শুটার মনু ভাকের৷ নিমেশে বেড়েছে তাঁর ব্র্যান্ড ভ্যালু৷ তাঁকে নিয়ে দেশজুড়ে বাঁধনছাড়া উচ্ছ্বাস৷ প্রশংসায় ভরিয়েছেন খোদ…

নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জিতে নজর কেড়েছেন ভারতীয় শুটার মনু ভাকের৷ নিমেশে বেড়েছে তাঁর ব্র্যান্ড ভ্যালু৷ তাঁকে নিয়ে দেশজুড়ে বাঁধনছাড়া উচ্ছ্বাস৷ প্রশংসায় ভরিয়েছেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়া মনুর অকুন্ঠ প্রশংসাও করেন তিনি।

প্যারিসে ১২৪ বছরের পুরনো ইতিহাস ভেঙেছেন মনু৷ অল্পের জন্য হাতছাড়া হয়েছে হ্যাট্রিকের সুযোগ৷ কঠোর পরিশ্রমের পর এবার একটু বিশ্রাম নিতে চান শুটার। টানা পরিশ্রমের ফসল পেয়েছেন। এখন নিজের জন্য কিছুটা সময় দিতে চান ২২ বছরের শুটার৷

 

মনুর ইচ্ছে অপূর্ণ থাকা শখগুলি পূরণ করা। সেই মতোই ভরতনাট্যম ও ঘোড়সওয়ার শিখতে চান৷ ভোরবেলা ওঠা, নিয়মিত যোগব্যায়াম চর্চা সবই আগের মতো চলবে। এমনকী ভাল বেহালা বাজাতে পারেন তিনি। এমনকী ভায়োলিনেও শখ রয়েছে। মার্শাল আর্টসেও দক্ষ।