সরবজ্যোৎকে সঙ্গে নিয়ে ভারতকে ফের পদক উপহার মনুর, ইতিহাস গড়লেন শুটার

প্যারিস: প্যারিস অলিম্পিক্সে শুরুটা হয়েছিল ব্যক্তিগত ইভেন্টে পদক জয় দিয়ে৷ স্যেন নদীর তীরে ইতিহাস লিখে আরও একটি পদক ঝুলিতে পুরলেন মনু ভাকের৷ তবে এবার সঙ্গী…

প্যারিস: প্যারিস অলিম্পিক্সে শুরুটা হয়েছিল ব্যক্তিগত ইভেন্টে পদক জয় দিয়ে৷ স্যেন নদীর তীরে ইতিহাস লিখে আরও একটি পদক ঝুলিতে পুরলেন মনু ভাকের৷ তবে এবার সঙ্গী সরবজ্যোৎ সিং। ১০ মিটার এয়ার পিস্তলে মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন তাঁরা। প্যারিস অলিম্পিক্সে এটা ভারতের দ্বিতীয় পদক। ভারতের প্রথম মহিলা শুটার হিসেবে অলিম্পিক্স পদক জয়ের নজির গড়ার পর দ্বিতীয় পদক এল তাঁর ঝুলিতে।

১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে দক্ষিণ কোরিয়াকে ১৬-১০ স্কোরে হারালেন মনু-সরবজ্যোৎ জুটি। স্বাধীনতার পরে একমাত্র ভারতীয় হিসাবে একই অলিম্পিকে জোড়া পদক জিতলেন হরিয়ানার শুটার মনু৷ মঙ্গলবার শুরুটা অবশ্য ভালো করেনি মনুরা৷ প্রথম শটেই কোরিয়ার থেকে পিছিয়ে পড়েন৷ তবে দ্বিতীয় শট থেকে দুরন্ত কামব্যাক করে ভারতীয় জুটি৷ শেষে অবশ্য ইতিহাস সৃষ্টি করে নিজের এবং দেশের হয়ে দ্বিতীয় পদক আনেন মনু ভাকের।