প্যারিসে হ্যাটট্রিকের স্বপ্নভঙ্গ মনুর, অলিম্পিক্সে শেষ ইভেন্টে চতুর্থ স্থানে শেষ করলেন শুটার

প্যারিস: হ্র্যাট্রিকের স্বপ্ন শেষ৷ প্যারিস অলিম্পিক্সে তৃতীয় পদক জেতা হল না ভারতীয় শুটার মনু ভাকরের। মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে অল্পের জন্য হাতছাড়া পদক৷ চতুর্থ স্থানে…

প্যারিস: হ্র্যাট্রিকের স্বপ্ন শেষ৷ প্যারিস অলিম্পিক্সে তৃতীয় পদক জেতা হল না ভারতীয় শুটার মনু ভাকরের। মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে অল্পের জন্য হাতছাড়া পদক৷ চতুর্থ স্থানে শেষ করলেন ২২ বছরের শুটার। শুরুটা ভালোই করেছিলেন৷ কিন্তু অষ্টম সিরিজের ব্যর্থতায় পদক হাতছাড়া হল হরিয়ানার মেয়ের। প্যারিস অলিম্পিক্সে দুটি ব্রোঞ্জ মেডেল জেতায় তাঁকে নিয়ে আশা জেগেছিল ভারতীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে। মনুর হ্যাট্রিকের অপেক্ষায় ছিল দেশবাসী৷ তবে সেই স্বপ্ন শেষ৷

 

অষ্টম রাউন্ডের পর ভারতের মনু এবং হাঙ্গেরির ভেরোনিকা মেজর দু’জনেই দাঁড়িয়েছিল ২৮ পয়েন্টে৷ ফলে টাইব্রেকার হয়৷ সেখানেই হারতে হল মনুকে। পাঁচটি শটের তিনটি মিস করে যান ভারতীয় শুটার৷ ফলে চতুর্থ স্থানে শেষ করেন মনু ভাকের৷