নয়াদিল্লি: প্রথম বার মেয়েদের আইপিএল-এর আয়োজন করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগ। সেই প্রতিযোগিতার জন্যেই প্রথমবার নিলামের আয়োজন করা হয়েছে। মহিলা ক্রিকেটারদের কিনে নেবে চারটি দল। মোট ৪০৯ জন ক্রিকেটার মেয়েদের আইপিএল-এ নিলামে উঠবেন। আবেদন করেছিলেন হাজারেরও বেশি। সেখান থেকে এই ক’জনকে বেছে নেওয়া হয়েছে। এদিন শুরুতেই দর ওঠে স্মৃতি মান্ধানার৷ মুম্বই ও বেঙ্গালুরুর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মোট তিন কোটি ৪০ লক্ষ টাকায় মান্ধানাকে কিনে নেয় বেঙ্গালুরু। নিলামে অনেক বড় বড় তারকারাই ছিলেন, কিন্তু মান্ধানাকে নিয়ে শুরু থেকেই আগ্রহ দেখায় বেঙ্গালুরু। তিনি যে কোটি টাকার লিগে বড় তারকা, তা এদিন স্পষ্ট হয়ে গেল৷
আরও পড়ুন- ‘নতুন করে’ হাঁটা শুরু পন্থের, ছবি মন গলাবে ভক্তদের
অন্যদিকে এক কোটি ৮০ লক্ষ টাকায় হরমনপ্রীত সিং-কে কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স। বাকি চারটি দলের মতো ১২ কোটি টাকা হাতে নিয়ে দল গড়তে নেমেছে মুম্বই ইন্ডিয়ান্স। সর্বোচ্চ ১৮ জনের স্কোয়াড গড়তে পারবে নিলাম থেকে। মুম্বই নজর রাখছে আন্তর্জাতিক ক্রিকেট খেলা প্রথমসারির তারকাদের দিকে।
Smriti Mandhana becomes the first player to be sold in the #WPLAuction. 🏏
She goes to Bangalore for 3.40 CR. pic.twitter.com/KvB6GnlVQV
— 100MB (@100MasterBlastr) February 13, 2023
নিলামে হরমনপ্রীতের বেস দর ছিল ৫০ লক্ষ টাকা। আরসিবি ও দিল্লি হরমনপ্রীতের জন্য দর হেঁকেছিল। আরসিবি হাল ছাড়লে লড়াইয়ে নেমে পড়ে মুম্বই ইন্ডিয়ান্স। দিল্লি হাল ছাড়ার পর লড়াইয়ে ঢোকে ইউপি। শেষমেশ ১ কোটি ৮০ লক্ষ টাকায় হরমনপ্রীতকে কিনে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>