ভারতীয় ফুটবলে বিপ্লব ঘটাতে চলেছে ম্যানচেস্টার সিটি

নয়াদিল্লি: ম্যানচেস্টার সিটি ভারতীয় ক্লাবে নিজেদের নাম লিখতে আগ্রহী৷ ক্লাবের চিফ এক্সিকিউটিফ ফেরান সোরিয়ানো এই তথ্য জানিয়েছেন৷ কয়েক সপ্তাহ আগেই চিনের তৃতীয় ডিভিশনের ক্লাব সিচুয়ান জিউনিউর শেয়ার কিনেছে সিটি ফুটবল গ্রুপ। তাদের লক্ষ্য এক ব্যানারের অধীনে আরও অনেক ক্লাবকে নিয়ে আসা গোটা বিশ্ব থেকে৷ ইতিমধ্যে এই সাতটি ক্লাব রয়েছে এই গ্রুপে। এ ছাড়া নিউ ইয়র্ক

2a840deae976c917dc798ed504645e33

ভারতীয় ফুটবলে বিপ্লব ঘটাতে চলেছে ম্যানচেস্টার সিটি

নয়াদিল্লি: ম্যানচেস্টার সিটি ভারতীয় ক্লাবে নিজেদের নাম লিখতে আগ্রহী৷ ক্লাবের চিফ এক্সিকিউটিফ ফেরান সোরিয়ানো এই তথ্য জানিয়েছেন৷ কয়েক সপ্তাহ আগেই চিনের তৃতীয় ডিভিশনের ক্লাব সিচুয়ান জিউনিউর শেয়ার কিনেছে সিটি ফুটবল গ্রুপ। তাদের লক্ষ্য এক ব্যানারের অধীনে আরও অনেক ক্লাবকে নিয়ে আসা গোটা বিশ্ব থেকে৷

ইতিমধ্যে এই সাতটি ক্লাব রয়েছে এই গ্রুপে। এ ছাড়া নিউ ইয়র্ক সিটি, মেলবোর্ন সিটি, জাপানের ইয়োকোহামা এফ মারিয়নস, অ্যাটলেটিকো তর্ক ও গিরোনার শেয়ার রয়েছে এই গ্রুপের কাছে। এ ছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড তো রয়েছেই। ব্রিটেন প্রেস অ্যাসোসিয়েশনকে সোরিয়ানো জানিয়েছেন, ‘‘আমরা সেই সব ফুটবল খেলিয়ে দেশ বা মার্কেটের প্রতি আগ্রহী যাদের এই খেলাটা নিয়ে আবেগ রয়েছে যেমন চিন, ভারত। এশিয়ায় আরও সুযোগ তৈরি হবে আশা করি৷’’ সিএফজি নিজেদের ডানা মেলতে শুরু করে ২০১৩ সাল থেকে। ম্যানচেস্টার সিটির পর নিউ ইয়র্কের সঙ্গে গাঁটছড়া বাঁধে ক্লাব। সোরিয়ানো জানিয়েছেন এই সাত ক্লাবের বাইরে তাঁদের আরও কিছু ক্লাবের সঙ্গে চুক্তিইবদ্ধ হওয়ার সুযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *