লন্ডন: শেষ পর্যায়ে এসে পড়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ। চ্যাম্পিয়ন এবং রানার্স হবে কোন দুই দল তা স্থির হয়ে গেলেও এখনও অনেক নাটক বাকি রয়ে গেছে। অন্যান্য দেশের ফুটবল লিগের থেকে এখানেই আলাদা ইপিএল। যেমন তৃতীয় এবং চতুর্থ স্থানের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে তিনটি ক্লাব। আজ সেই লড়াইয়ের ফলাফল অনেকটাই পরিষ্কার হবে।
আরও পড়ুন: ঝুলে রইল সৌরভের ভাগ্য, দু’সপ্তাহ পর রায় দেবে শীর্ষ আদালত
ভারতীয় সময় রাত সাড়ে ১০টায় ওয়েস্ট হ্যামের মুখোমুখি হচ্ছে ম্যান ইউ। এই ম্যাচ জিতলে তিন কিংবা চারে উঠে আসতে পারবে তারা। ওদিকে চ্যাম্পিয়ন লিভারপুলের সামনে আজ কঠিন লড়াই চেলসির। আজ জিতলে নিঃসন্দেহে তৃতীয় স্থান তাদেরই। প্রসঙ্গত, এই খেলারই শেষে ইপিএল ট্রফি তুলে দেওয়া হবে লিভারপুলের হাতে। মহম্মদ সালাহরা নিশ্চয়ই ম্যাচ জিতে ট্রফি তুলতে চাইবেন। এদিকে প্রথম চারে থাকার আর এক দাবিদার লেস্টার সিটি দুটো ম্যাচেই চোখ রাখবে। তারা চাইবে চেলসি এবং ম্যান ইউ যেন হারে। তাহলে তারাই চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন করতে পারবে।
আরও পড়ুন: এক নম্বর অলরাউন্ডার স্টোকস, জানা গেল ‘উদ্ভট’ সেলিব্রেশনের রহস্য
আজকের এই দুটি ম্যাচের পর ২৬ জুলাই ইপিএলের এ মরসুমের শেষ দিন। সেদিন একই সময় সবাই তাদের শেষ ম্যাচ খেলতে নামবে। সেদিন মহা গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে লেস্টার এবং ম্যান ইউ। তার আগে আজ ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে জেতার মরিয়া চেষ্টা করবে পল পোগবার ম্যান ইউ। এফএ কাপ সেমিফাইনালে চেলসির কাছে শোচনীয় হারের পর ফর্মে ফেরাটাই আসল চ্যালেঞ্জ রেড ডেভিলদের।