হ্যালান্ডকে পিছনে ফেলে অষ্টম ব্যালন ডি’অর জিতে নিলেন লিওনেল মেসি!

কলকাতা: তিনিই যে পুরস্কার জিতবেন, গত কয়েক দিন ধরে সেই চর্চা ছিল তুঙ্গে৷ অবশেষে জল্পনার অবসান৷ রেকর্ড গড়ে অষ্টমবারের জন্য ব্যালন ডি’অর জিতে নিলেন আর্জেন্তিনার ফরোয়ার্ড লিওনেল মেসি। প্যারিসের চোখ ধাঁধানো অনুষ্ঠান মঞ্চ থেকে অষ্টম ব্যালন ডি’অর হাতে তুললেন লিও৷ আর্লিং হ্যালান্ড ও কিলিয়ান এমবাপেকে পিছনে ফেলে ব্যালন ডি’অর জিতে নিলেন ফুটবলের যাদুকর।
গত বছর ফিফা বিশ্বকাপ জিতেছিল মেসির আর্জেন্তিনা৷ কাতার বিশ্বকাপে মেসি ছিলেন দুর্দান্ত ফর্মে৷ ২০২২ ফিফা বিশ্বকাপে সাতটি গোল এবং তিনটি অ্যাসিস্ট করার জন্য গোল্ডেন বল জিতেছিলেন আর্জেন্তিনার অধিনায়ক। মেসি ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে গ্রুপ স্টেজ, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালে গোল করেন। এর পর পিএসজি-কে ২০২২-২৩ মরসুমে লিগ ওয়ান শিরোপা জেতানোর পিছনেও মেসির অবদান ছিল উল্লেখযোগ্য৷ এর পর ইন্টার মিয়ামিকে লিগ কাপ জয়ের পথ প্রশস্থ করেন লিও৷ মেসি এর আগে ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯ এবং ২০২১ সালে ব্যালন ডি'অর জিতেছিলেন।