Aajbikel

দেশের জার্সিতে মেসির হ্যাটট্রিক! শততম গোলে রোনাল্ডোকে ছুঁয়ে ফেললেন লিয়ো

 | 
মেসি

কলকাতা:  অপ্রতিরোধ্য লিয়োনেল মেসি। কুরাকাওয়ের বিরুদ্ধে হ্যাটট্রিক করে নতুন ইতিহাস রচনা করলেন তিনি। কাতার বিশ্বকাপে দেশকে ট্রফি এনে দিয়ে তাঁকে কেন্দ্র করে গড়ে ওঠা যাবতীয় বিতর্কে জল ঢেলে দিয়েছিলেন লিয়ো। তিনি যে শুধু ক্লাব ফুটবলে নয়, দেশের জার্সিতেও নিজের সেরাটা উজার করে দেন, তা বুঝিয়ে দিয়েছিলেন৷ আর্জেন্টিবার জার্সি গায়ে আরও একবার শিল্প রচনা করলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক৷

আরও পড়ুন- দিল্লিকে হারিয়ে প্রথম WPL চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স, তৃপ্ত হরমনপ্রীত


মঙ্গলবার কুরাকাওয়ের ঘরের মাঠে হোম ফেভারিটদের বিরুদ্ধে প্রীতি ম্যাচে নেমেছিল আর্জেন্টিনা। সেখানেই ক্যারিবিয়ান প্রতিপক্ষের বিরুদ্ধে কার্যত ছেলেখেলা করে মেসির দল৷ ৭ গোল করে আর্জেন্টিনা। হ্যাটট্রিক করেন নিয়োনেল মেসি। ম্যাচের ২০ মিনিটে ডান পায়ের শটে বল জালে জড়ান ৩৫ বছরের মহাতারকা। সেই সঙ্গে দেশের জার্সিতে ১০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি। আর্জেন্টিনার জার্সি গায়ে দীর্ঘ ১৭ বছর খেলছেন তিনি৷ দীর্ঘ প্রতিক্ষাত পর এল সেই মাহেন্দ্রক্ষণ৷ এখানেই থেমে থাকেননি লিয়ো৷ এরপর খেলার ৩৩ এবং ৩৭ মিনিটের মাথায় আরও দু’টি গোল করে একশোর গণ্ডি পেরিয়ে যান মেসি। 


দেশের হয়ে গোল করার নিরিখে এই মুহূর্তে তিন নম্বর স্থানে রয়েছেন মেসি। এই তালিকার শীর্ষে রয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ দেশের জার্সিতে ১২২টি গোল রয়েছে তাঁর৷ দ্বিতীয় স্থানে রয়েছেন ইরানের আলি ডাই (১০৯)। এদিন এলএম টেন হ্যাটট্রিক করার পরই উচ্ছ্বাস আর আবেগে ফেটে পড়েন তাঁর ভক্তরা। লিয়োর অনুরাগীরা তাঁকে বরাবরই সর্বকালের সেরা বলে দাবি করে এসেছেন৷ আর্জেন্টাইন কিংবদন্তী ১০০ গোল করতেই ফের সেই দাবি তুললেন অনুরাগীরা। সতীর্থ নিকোলাস গঞ্জালেসের সাফ কথা, “মেসিকে শব্দে ব্যাখ্যা করা যায় না। ও বিশ্বসেরা। প্রতিটি ম্যাচেই ও প্রমাণ দিয়ে চলেছে। ও পা বল ছুঁলেই সকলের মুখে হাসি ফোটে।”

Around The Web

Trending News

You May like