ফ্রান্স: প্যারিস সান্ট জার্মেইনের ৩০ নম্বর জার্সিতে লিগ ওয়ানে অভিষেক হয়ে গেল লিওনেল মেসির। রবিবার রাতে রেইমসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে পিএসজি’র হয়ে প্রথম ময়দানে নামলেন আর্জেন্টিনীয় মহাতারকা। প্যারিসের ঘরের মাঠ না হলেও স্টেডিয়ামে তাকে নিয়ে উন্মাদনার শেষ ছিল না। ৬৬ মিনিটে মাঠে নামলেন মেসি, তবে তখন আর কিছু করার দরকার ছিল না। এমবাপের জোড়া গোলে ম্যাচ আগেই পিএসজি’র দখলে চলে গিয়েছিল।
দীর্ঘ ২১ বছরের সম্পর্ক শেষ করে বার্সালোনা ছেড়ে আগস্টের গোড়ায় পিএসজি’তে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। তার আসার খবর শুনেই উৎসব শুরু হয়ে গিয়েছিল গোটা প্যারিসে। তবে ফরাসী লিগে এসে তিনি কবে মাঠে নামবেন সেটা দেখার জন্য মুখিয়ে ছিল ফ্রান্স-সহ গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা। রবিবার রেইমসের বিরুদ্ধে মেসিকে দলে রেখেছেন বলে জানিয়েছিলেন পিএসজি কোচ পোচেত্তিনো।
প্রথম এগারোয় না থাকলেও দ্বিতীয়ার্ধে এলেন আর্জেন্টিনীয় মহাতারকা। ৬৬ মিনিটে নেইমারের পরিবর্ত হিসেবে ৩০ নম্বর জার্সি গায়ে মাঠে নামলেন মেসি। ততক্ষণে ২-০ গোলে এগিয়ে রয়েছে পিএসজি। ম্যাচের ১৬ ও ৬৩ মিনিটে জোড়া গোল করেন ফরাসী তারকা কিলিয়ান এমবাপে। তাই মেসিকে সেভাবে কিছুই করতে হয়নি। তাও মাঠে নেমেই অনবদ্য একটি দৌড়ে গোলের সুযোগ তৈরি করেন লিও।