বার্সালোনা: দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন হল। বার্সেলোনাকে বিদায় জানালেন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি। আজ ক্লাবের হয়ে শেষ সাংবাদিক বৈঠক করলেন তিনি। সেই বৈঠকের নিজের চোখের জল আটকাতে পারলেন না মেসি। চোখের জলেই বিদায় জানালেন তাঁর ছোটবেলার ফুটবল ক্লাবকে।
এদিন সাংবাদিক বৈঠকে মেসি বলেন, গত বছর তিনি দল ছাড়তে চেয়েছিলেন কিন্তু এই বছর তিনি এবং তাঁর পরিবার চেয়েছিল যে বার্সালোনাতে থেকে যেতে। তবে এখন তাঁকে নিজের ইচ্ছার বিরুদ্ধেই দল ছাড়তে হচ্ছে। তিনি এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন না একেবারেই বলে জানিয়েছেন মেসি। তবে কারণ যাই হোক না কেন অবশেষে তাঁর সঙ্গে বার্সেলোনার সম্পর্ক ছিন্ন হচ্ছে সেটাই বাস্তব। তিনি এবার প্যারিসের ক্লাবে নেইমারের দলে নাম লেখাতে পারেন বলে ব্যাপক জল্পনা। যদিও সেই নিয়ে চূড়ান্ত ঘোষণা হওয়ায় এখনো বাকি কিন্তু তার আগে বার্সালোনা সর্মথকরা আবেগপ্রবণ হয়ে পড়েছেন মেসিকে নিয়ে। আজ মেসির সাংবাদিক বৈঠকের সময় ক্লাবের বাইরে প্রচুর ভক্তদের ভিড় দেখা যায় যারা মেসিকে শেষবার বিদায় জানাতে এসেছিলেন। তবে ক্লাব ছাড়লেও ভবিষ্যতে যে তিনি বার্সালোনাতে আবার ফিরবেন সে কথা এদিন বলে যান লিওনেল মেসি। তাঁর বক্তব্য, সন্দেহ নেই যে কিছু বছর পর তিনি আবার এখানেই ফিরবেন তিনি তাঁর সন্তানদের কথা দিয়েছেন।
❝When I made my debut, that was my dream come true … I’ll always remember that moment.❞
— Leo #Messi pic.twitter.com/BPhg0c6zF7
— FC Barcelona (@FCBarcelona) August 8, 2021