প্যারিস: প্যারিসের মায়াবী সন্ধ্যা আরও একবার লেখা হল ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির নামে৷ এই নিয়ে সপ্তমবার পুরুষদের ব্যালন ডি’অর (Ballon d’Or 2021) জিতলেন তিনি৷ প্রবল প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পিছনে ফেললেন মেসি ৷
আরও পড়ুন- মেসির জন্য নগ্ন হতে চান এই মডেল! আপতত মেসির বর্ষসেরা হওয়ার অপেক্ষায়
এর আগে ৫ বার ব্যালন ডি’অর সম্মান জিতেছেন রোনাল্ডো৷ তাঁকে টপকে অনেকদূর এগিয়ে গেলেন লিওনেল মেসি৷ প্রসঙ্গত, মেসি এবং রোনাল্ড ছাড়া অন্য কেউই তিনবারের বেশি ব্যালন ডি’অর জিততে পারেননি৷ মহিলাদের মধ্যে এই পুরস্কার জিতেছেন অ্যালেক্সিয়া পুতেয়াস৷ রবার্ট লেওয়ানডোস্কি, জর্জিনহোরা কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন৷ কিন্তু বার্সেলোনাকে কার্যত একা সামলেছেন মেসি৷ প্রথম আন্তর্জাতিক ট্রফি হিসেবে এ বছরই কোপা আমেরিকা জয় করেছেন রাজপুত্র৷ সেই সুবাদে আরও একবার সেরা ফুটবলার মনোনীত হলেন আর্জেন্তাইন তারকা।
ফ্রান্স ফুটবল সংস্থার তরফে নিজে সেরার পুরস্কার পেলেও মেসির গলায় আক্ষেপের সুর৷ তবে তা নিজের জন্য নয়৷ এই আক্ষেপ তাঁর সবথেকে কাছের প্রতিদ্বন্দ্বী লেওয়ানডোস্কির জন্যে। মেসির থেকে ৩৩ ভোট কম পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন লেওয়ানডোস্কি। উল্লেখ্য, এই বছর রোনাল্ডো অবশ্য পুরস্কার জেতার চূড়ান্ত দৌড়ে ছিলেন না। বরং মেসির সঙ্গে লড়াই হয়েছে রবার্ট লেভানডস্কির। দুরন্ত ছন্দে থাকলেও দ্বিতীয় স্থানেই থামতে হয়েছে তাঁকে। সেরার সেরা ফুটবলের জাদুকরের মেসিই৷
এর আগে ২০০৯, ২০১০, ২০১২, ২০১৫ এবং ২০১৯ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন মেসি। তবে এবারও মেসিকে নিয়ে প্রত্যাশার পারদ চড়ছিল৷ বাড়ছিল মেসি ভক্তদের উৎকণ্ঠা৷ সোমবার সন্ধ্যায় তাঁদের সেই স্বপ্নই যেন সত্যি হল৷