ফের সৌরভের সঙ্গে দেখা করলেন বাম নেতা অশোক ভট্টাচার্য, তুললেন সেলফিও

ফের সৌরভের সঙ্গে দেখা করলেন বাম নেতা অশোক ভট্টাচার্য, তুললেন সেলফিও

কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বঙ্গ রাজনীতিতে তাঁর অবস্থান নিয়ে বেশ কিছু দিন ধরেই শুরু হয়েছে জোর চর্চা। কিছুদিন আগে আচমকাই রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। আর তারপর থেকেই তাঁর রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে দানা বেঁধেছিল অজস্র জল্পনা। সেই আবহেই এবার সদ্য হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরা সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আড্ডা দিতে দেখা গেল রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্যকে।

এদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আড্ডা দেওয়ার ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অশোক ভট্টাচার্য। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর এই প্রথম প্রকাশ্যে দেখা গেল ক্রিকেটের ‘মহারাজ’কে। নিজের বেহালার বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে তিনি আড্ডা দিচ্ছিলেন অশোক বাবুর সঙ্গে।

বরাবর সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অশোক ভট্টাচার্য কিছুদিন আগেও দেখা করেছিলেন ‘মহারাজের’ সঙ্গে। তার কিছুদিন পরেই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন অশোক বাবু সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, “আজ সৌরভকে দেখে এলাম ওর বাড়িতে। ভাল আছে। আমাদের বাড়ির কুশল সংবাদ নিল। পরের স্টেন্ট বসাবে কয়েকদিন পর। বেশ কিছুক্ষণ আড্ডা মেরে আর চা খেয়ে ফিরে এলাম।”

এ প্রসঙ্গে উল্লেখ্য, রাজ্যে বামপন্থী শাসন চলাকালীন সময়ে মন্ত্রী অশোক ভট্টাচার্যের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তারপর একাধিক রাজনৈতিক পটপরিবর্তন দেখেছে বাংলা। বাম শাসনের পালা চুকে গিয়েছে বহুকাল। কিন্তু সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্যের সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠতা আজও অটুট। শোনা গেছে, সম্প্রতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের গেরুয়া রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে তা নিয়ে নাকি ‘মহারাজ’কে পরামর্শও দিয়েছেন অশোক বাবু।

মাত্র কয়েকদিন আগে উডল্যান্ড হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আপাতত ২ সপ্তাহ তাঁকে সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। উক্ত হাসপাতালের মেডিক্যাল সুপার চিকিৎসক সপ্তর্ষি বসু সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থার উপর নজর রাখছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − two =