বাংলা দলের দায়িত্বে আসছেন লক্ষ্মী! বোলিং কোচ হতে আগ্রহী দিন্দা

বাংলা দলের দায়িত্বে আসছেন লক্ষ্মী! বোলিং কোচ হতে আগ্রহী দিন্দা

কলকাতা: বাংলার ক্রিকেট টিমের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন অরুণ লাল। দিন কয়েক আগেই সিএবি-তে গিয়ে তিনি জানান, তাঁর পক্ষে আর দায়িত্ব নেওয়া সম্ভব হচ্ছে না। এর পর থেকেই জল্পনার শুরু তাহলে অরুণের জায়গায় কাকে দায়িত্ব দেওয়া হবে। সিএবি সূত্রে খবর, সব কিছু ঠিকঠাক চললে বাংলা দলের দায়িত্ব দেওয়া হবে লক্ষ্মীরতন শুক্লাকে। তাঁর সিনিয়র টিমের কোচ হয়ে আসাটা এখন শুধুই সময়ের অপেক্ষা। কারণ গত মরশুমে বাংলার অনূর্ধ্ব ২৫ টিমের কোচের দায়িত্ব সামলেছেন লক্ষ্মী। 

আরও পড়ুন- একদিনের ক্রিকেটে ইতি, আচমকা অবসর ঘোষণা স্টোকসের

সিএবি কর্তারাও মনে করছেন, এই মুহূর্ত কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার জন্য লক্ষ্মীর থেকে আর যোগ্য লোক নেই। বাংলার হয়ে প্রচুর ম্যাচ জিতিয়েছেন লক্ষ্মী। তাঁর সেই অদমনীয় মানসিকতা বাংলা টিমের মধ্যে আমদানি করার জন্যই লক্ষ্মীকে প্রয়োজন। তবে তাঁকে সঙ্গত দেওয়ার জন্য বাকি সাপোর্ট স্টাফ কারা কারা হবেন, তা এখনও নিশ্চিত নয়। 

শোনা যাচ্ছে, এই তালিকায় রয়েছে সৌরাশিস লাহিড়ীর নাম। বোলিং কোচ হিসাবে আসতে পারেন শিবশঙ্কর পাল। তবে কানাঘুষো, বোলিং কোচ হওয়ার জন্য বাংলার আরও এক প্রাক্তন তারকা পেসার অশোক দিন্দাও আগ্রহ প্রকাশ করেছে। তবে এখনও কোনও কিছুই নিশ্চিত নয়। এই বিষয়ে আলোচনা চলছে। তবে লক্ষ্মীরতন শুক্লার নামটা যে প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে, সেটা বলাই যায়। 

লক্ষ্মীকে যদি সিনিয়র টিমের কোচ হিসাবে নিয়ে আসা হয়, তাহলে অনূধর্ব ২৩ (গতবার ছিল অনুর্ধ্ব ২৫)-এ নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে। মনে করা হচ্ছে, খুব শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা করবে সিএবি।