India vs England: ‘সর্বশক্তির ইংল্যান্ডকেও হারানোর ক্ষমতা রাখে ভারত’, বললেন আত্মবিশ্বাসী কোহলি

India vs England: ‘সর্বশক্তির ইংল্যান্ডকেও হারানোর ক্ষমতা রাখে ভারত’, বললেন আত্মবিশ্বাসী কোহলি

4c683d6bc535f51a7eca28921aa13162

লিডস: আজ হেডিংলিতে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে নামছে ভারত। তার আগে আত্মবিশ্বাসে ফুটছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। সাংবাদিক সম্মেলনে বললেন, “সর্বশক্তির ইংল্যান্ড দলকেও হারানোর ক্ষমতা রাখে ভারত।” কিন্তু এই মুহূর্তে ভারতীয় দলে কারোরই হেডিংলিতে খেলার অভিজ্ঞতা নেই। যদিও তা নিয়ে মাথা ঘামাতে চাননা কোহলি। তার সামনে এখন একটাই উদ্দেশ্য, হেডিংলিতে ইংল্যান্ডকে পরাস্ত করা। 

বুধবার হেডিংলিতে নামার আগে সাংবাদিকদের সামনে গরমাগরম মন্তব্য করে লর্ডস থেকে চলা ইংল্যান্ডের সঙ্গে টক্কর জারি রাখলেন ভারত অধিনায়ক। ইংল্যান্ডের দল সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, ইংরেজ দলে বেন স্টোকস, জোফ্রা আর্চার, স্টুয়ার্ট ব্রডের মতো তারকা খেলোয়াড়রা নেই। তাতে ধারে-ভারে ইংরেজ দল কিছুটা দূর্বল হয়ে কি ভারতের জন্য মুশকিল আসান হয়ে গেল? প্রশ্ন শুনেই তেলে-বেগুনে জ্বলে উঠলেন বিরাট কোহলি। বললেন, “প্রতিপক্ষের শক্তির উপর কিছু নির্ভর করে কি? বিপক্ষ দল কখন দূর্বল হবে তার জন্য আমরা অপেক্ষা করি না। আমাদের এই দলটা দীর্ঘদিন ধরেই ভালো খেলছে। আমি মনে করি, ইংল্যান্ড সর্বশক্তি নিয়ে নামলেও তাদের হারানোর ক্ষমতা রাখে ভারত।”

অধিনায়ক হিসেবে এখনও পর্যন্ত সফলতা পেলেও ব্যাটসম্যান হিসেবে চলতি সিরিজে খুব একটা ভালো ফর্মে নেই কোহলি। দুই ম্যাচে চার ইনিংস মিলিয়ে তার মোট রান ৬২। তিনি মনে করেন ইংল্যান্ডে ব্যাট করা বিশ্বের মধ্যে সবচেয়ে কঠিন। বললেন, “আমার মনে হয়, বিশ্বের মধ্যে ইংল্যান্ডে ব্যাট করাই সবচেয়ে কঠিন। এখানে ধৈর্য্য না ধরে রাখতে পারলে যেকোনো সময় আউট হতে হয়। এখানে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই আসল। কত রান করেছি সেটা গুরুত্বপূর্ণ নয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *