কলকাতা: তিনি ফুটবলের রাজপুত্র। তাঁর পায়ের কারিকুরিতে মুদ্ধ আপামর ফুটবলবিশ্ব। তিনি বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা। তবে শুধু মাঠেই নয়, ব্যক্তিগত জীবনেও অনবদ্য ভারসাম্য তাঁর। তিনি লিওনেল মেসি৷ লং ডিসট্যান্স রিলেশনশিপ জিইয়ে রাখার পর ৪ বছরের সুখী দাম্পত্য তাঁর।
আরও পড়ুন- বিশ্বকাপ ফাইনালের আগে উদ্দাম যৌনতা! নেদারল্যান্ডসের জন্য ‘মধুচক্রের ফাঁদ পেতেছিল জার্মানি
খুব অল্প বয়সেই স্ত্রী আন্তোনেলার সঙ্গে মোলাকাত হয়েছিল মেসির। তাঁরা দু’জনেই আর্জেন্টিনার রোজারিওর বাসিন্দা। কিন্তু, কেরিয়ার গড়তে আর্জেন্টিনা ছাড়তে হয় মেসিকে। যোগ দেন বিদেশের ক্লাবে৷ দূরত্ব বাড়লেও প্রেমে এক চুলও ভাটা পড়েনি৷ উল্টে তা আরও গভীর হয়েছে৷ জীবনের উত্থান-পতনে সর্বদাই মেসির ছায়াসঙ্গী হয়ে থেকেছেন স্ক্রী আন্তোনেলা রোকুজো।
মডেলিং-এর পাশাপাশি আন্তোনেলা একজন ব্যবসায়ীও। একই সঙ্গে সামলান সংসার ও সন্তানদের। প্রায়শই স্ত্রীর প্রশংসা শোনা যায় জাদুকরের মুখে। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমার স্ত্রীর অনেক গুণ৷ ও ঘরে-বাইরে সবকিছুই সমান তালে সামলায়।’
মেসি এবং আন্তোনেলার তিন সন্তান৷ মাতেও, সিরো ও থিয়াগো৷ তিন সন্তানকে নিয়ে সুখের সংসার তাঁদের। মেসির শেষ বিশ্বকাপ দেখতে এখন সপরিবারে কাতারেই রয়েছেন তাঁরা৷ স্ত্রী-সন্তানদের একটাই প্রার্থনা, বিশ্বকাপ উঠুক মেসির হাতেই৷
কাতারের স্টেডিয়ামে গ্যালারি থেকে আর্জেন্টিনা এবং মেসির জন্য সমানে গলা ফাটাচ্ছেন আন্তোনেলা এবং তাঁর তিন সন্তান। সৌদি আরবের বিরুদ্ধে প্রথম ম্যাচে যখন অঘটন ঘটল, আশা জাগিয়েও হারতে হল আর্জেন্টিনাকে, তখন সেই পরাজয়ের প্রভাব পড়েছিল মেসির পরিবারের উপরও। বিশ্বকাপ থেকে আর্জেন্টানা ছিটকে গিয়েছে ভেবে হাউ হাউ করে কাঁদতে শুরু করে মেসির মেজ ছেলে মাতেও। এমনকি অসুস্থও হয়ে পড়েছিল সে।
তবে মেক্সিকোর বিরুদ্ধে পরের ম্যাচেই তৈরি হল ম্যাজিকাল মোমেন্ট। মেক্সিকোকে হারিয়ে ছেলেদের মুখে হাসি ফোটালেন বাবা৷ সাক্ষাৎকারে সে কথা নিজেই ফাঁস করেন মেসি।
পোল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তৈরি হয়েছিল মরণ-বাঁচন পরিস্থিতি। মেসি পেনাল্টি মিস করলেও ২-০ গোলে ম্যাচ জিতে নকআউটে পৌঁছে যায় আকাশী-সাদা জার্সিধারীরা। মেসিকে চিয়ার করতে তিন সন্তানকে নিয়ে সর্বক্ষণ গ্যালারিতে উপস্থিতি ছিলেন আন্তোনেলা৷
ওই ম্যাচের পর মেসি বলেন, ‘‘ওরা একেবারে আর্জেন্টিনার আর পাঁচজন সমর্থকের মতোই। জাতীয় দলের সাফল্য, জয়ে বিভোর থাকে৷ আজকের ম্যাচ দেখতে আসা আর্জেন্টাইন সমর্থকদের মতো ওরাও খুব খুশি।”
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>