শৃঙ্গ জয়ের পর দুই বাঙালির প্রাণ নিল কাঞ্চনজঙ্ঘা

কলকাতা: কাঞ্চনজঙ্ঘার শীর্ষ পা রেখে প্রবল গর্জন করেছিলেন পাঁচ বাঙালি৷ শৃঙ্গ জয় করে ফেরার পথেই ঘটল বিপত্তি৷ গুরুতর অসুস্থ হয়ে দু’ই বাঙালি পর্বত আরোহীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ নিখোঁজ আরও এক বাঙালি পর্বত আরোহী৷ ক্যাম্প দুই থেকে নামার পথেই বিপত্তি ঘটে৷ মঙ্গলবার ভোরে প্রায় সাত হাজার মিটার উচ্চতার ক্যাম্প-৩ থেকে সাড়ে সাত হাজার মিটার উচ্চতার

শৃঙ্গ জয়ের পর দুই বাঙালির প্রাণ নিল কাঞ্চনজঙ্ঘা

কলকাতা: কাঞ্চনজঙ্ঘার শীর্ষ পা রেখে প্রবল গর্জন করেছিলেন পাঁচ বাঙালি৷ শৃঙ্গ জয় করে ফেরার পথেই ঘটল বিপত্তি৷ গুরুতর অসুস্থ হয়ে দু’ই বাঙালি পর্বত আরোহীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ নিখোঁজ আরও এক বাঙালি পর্বত আরোহী৷ ক্যাম্প দুই থেকে নামার পথেই বিপত্তি ঘটে৷

মঙ্গলবার ভোরে প্রায় সাত হাজার মিটার উচ্চতার ক‍্যাম্প-৩ থেকে সাড়ে সাত হাজার মিটার উচ্চতার ক্যাম্প ফোর তথা সামিট ক‍্যাম্পের পথে রওনা দেন বাংলার পাঁচ অভিযাত্রী বিপ্লব বৈদ্য, রমেশ রায়, কুন্তল কাঁড়ার, রুদ্রপ্রসাদ হালদার এবং শেখ সাহাবুদ্দিন৷ নিরাপদে সামিট ক‍্যাম্পে পৌঁছান তাঁরা৷ কয়েক ঘন্টা বিশ্রাম নিয়ে বিকেল চারটে নাগাদই সামিটের উদ্দেশ্যে অর্থাৎ শৃঙ্গ ছোঁয়ার চূড়ান্ত অভিযানে বেরিয়ে পড়েন তাঁরা৷ বুধবার পাঁচ জনের মধ্যে চার জনই সামিট করেছেন বাংলা থেকে৷ কিন্তু, ফেরার পথে বিপ্লব বৈদ্য ও কুন্তল কাঁড়ারের মৃত্যু হয়৷ নিখোঁজ হয়ে যান শেখ সাহাবুদ্দিন৷ রুদ্রপ্রসাদ হালদার ও রমেশ রায় অসুস্থ হয়ে পড়েছেন৷ অভিযাত্রীদের ফিরিয়ে আনতে নেপাল যাচ্ছে যুব-কল্যাণ দপ্তরের প্রতিনিধি দল৷

কাঞ্চনজঙ্ঘায় আরোহণ অন্যান্য বেশির ভাগ ৮০০০ মিটার শৃঙ্গের চেয়ে তুলনামূলক ভাবে বেশ কঠিন বলেই মনে করেন আরোহীরা। স্বাভাবিক ভাবেই সফল অভিযানের সংখ্যাও বেশ কম। ২০১৪ সালের ২০ মে কাঞ্চনজঙ্ঘা অভিযানে থেকে ফেরার পথেই নিখোঁজ হয়ে যান ছন্দা গায়েন৷ তার পরে বাংলা থেকে এই প্রথম সফল অভিযান হল এই দুর্গম শৃঙ্গে৷ তবে, ফেরার পথে প্রাণ কারল কাঞ্চনজঙ্ঘায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 17 =