ব্রিসবেন: যশপ্রীত বুমরাহ, ভারতের জার্সিতে এই মুহূর্তে সেরা ফাস্ট বোলার। আর বিশ্বের অন্যতম সেরা। লাল বল হোক কি সাদা বল, তাঁর অনন্য বোলিং একশন এবং দুরন্ত ইয়র্কার মুগ্ধ করেছে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের। সব ধরনের ক্রিকেটের ফরম্যাটে এখন তিনিই ভারতের প্রধান অস্ত্র।
চলতি বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম তিন টেস্টে তিনি নেতৃত্ব দিয়েছেন ভারতের ফাস্ট বোলিং ইউনিটকে। চতুর্থ টেস্ট কুঁচকিতে চোটের কারণে ছিটকে গিয়েছেন দল থেকে। চোটের কারণে দলে নেই স্বামী উমেশের মতো অভিজ্ঞ বোলাররাও। তাই অনভিজ্ঞ ৪ ফাস্ট বোলারকে দিয়েই পেস আক্রমণ সাজিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
কিন্তু দলে না থাকলেও ভারতের তারকা বোলার বুমরাহ দলের প্রতি নিজের দায়িত্ব ভোলেননি। ব্রিসবেনে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে জলপানের বিরতিতে তরুণ সিরাজ-নটরাজনের জন্য সাজ ঘর থেকে জল নিয়ে ছুটছেন মাঠে। সেই ফাঁকে তরুণদের মোক্ষম কিছু পরামর্শ দিয়েছেন ভারতের এক নম্বর বোলার। টেলিভিশনে সেই দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন ক্রিকেট সমালোচক থেকে নেটিজেনরা। দলে না থেকেও বুমরাহ’র এই দায়বদ্ধতায় তাকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ গোটা বিশ্বের ক্রিকেট বিশেষজ্ঞরা।