Aajbikel

পুত্রসন্তানের বাবা হলেন যশপ্রীত বুমরা, নামও জানালেন সোশ্যালে

 | 
বুমরা

নয়াদিল্লি: ক’দিন আগেই বাবা হয়েছেন ভারতীয় ফুটবলের অধিনায়ক সুনীল ছেত্রী৷ এবার খুশির খবর শোনালের যশপ্রীত বুমরা৷ পুত্র সন্তানের বাবা হলেন ভারতীয় এই পেসার৷ সোমবার ছিল নেপালের বিরুদ্ধে ভারতের ম্যাচ। সে দিন সকালেই বাবা হওয়ার খবর দিলেন বুমরা। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের পরেই তড়িঘড়ি দেশে ফিরেছিলেন তিনি। এ দিন সকালে জানালেন, পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী সঞ্জনা গণেশন। ছেলের নামও জানিয়ে দেন বুমরা৷ সদ্যোজাতের নাম দেন অঙ্গদ। 

সোমবার সকালে একটি ছবি পোস্ট করে বুমরা লেখেন, “আমাদের ছোট পরিবার আর একটু বড় হল। যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি খুশি হয়েছি। আজ সকালে আমাদের ছেলে অঙ্গদ যশপ্রীত বুমরা পৃথিবীর আলো দেখল। আমরা দু’জনেই খুব খুশি। জীবনের এই নতুন অধ্যায় শুরু হওয়ার জন্যে আর সবুর সইছে না।”

বুমরার পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন সূর্যকুমার যাদব, রোহিত শর্মার স্ত্রী রিতিকা। বেশ মজার মন্তব্য করেছেন দীনেশ কার্তিক। তিনি লিখেছেন, “তোমাদের দু’জনকেই অনেক শুভেচ্ছা। এ বার থেকে শুধু ইয়র্কার নিখুঁত করলে চলবে না, ডায়াপার বদলানোর বদলটাও নিখুঁত ভাবে করতে হবে।”

Around The Web

Trending News

You May like