হাঁটুতে গুরুতর চোট নিয়ে হাসপাতালে জাদেজা, চতুর্থ টেস্টে খেলতে পারেন অশ্বিন

হাঁটুতে গুরুতর চোট নিয়ে হাসপাতালে জাদেজা, চতুর্থ টেস্টে খেলতে পারেন অশ্বিন

লিডস: চতুর্থ টেস্টে ভারতীয় দলে অনিশ্চিত হয়ে পড়ল রবীন্দ্র জাদেজার উপস্থিতি। হাঁটুর চোটের জন্য তিনি এখন ভর্তি হাসপাতালে। ভারতীয় দলের এই অলরাউন্ডার রবিবারই সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের পোষাক পরে ছবি দিয়েছেন। নিচে লিখেছেন, “থাকার জন্য খুব একটা ভালো জায়গা নয় এটা।” ২ সেপ্টেম্বর থেকে ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্ট খেলতে নামবে বিরাট কোহলির ভারত। তার মধ্যে জাদেজা সুস্থ হয়ে উঠবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। 

হেডিংলিতে এক ইনিংস ও ৭৬ রানে লজ্জার টেস্ট হারতে হয়েছে ভারতকে। প্রথম ইনিংসে ৭৮ রানে অলআউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ৩৫৪ রানের বিশাল লিডের বোঝা নিয়ে ব্যাট করতে নেমেছিলেন রোহিত ও রাহুল। দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের খেলায় অনেক ধৈর্য্য ও একাগ্রতা দেখান রোহিত ও রাহুল। পরে কোহলি ও পূজারাও দুরন্ত লড়াই দেন। কিন্তু চতুর্থ দিনে সব ওলট-পালট হয়ে যায়। মাত্র ৫৪ মিনিটের খেলায় ৬৩ করতে গিয়ে বাকি ৮ উইকেট হারিয়ে ফেলে ভারত। শেষদিকে রবীন্দ্র জাদেজা খানিক চেষ্টা করলেও সঙ্গ দেওয়ার মতো কাউকে পাননি তিনি। 

হেডিংলিতে দ্বিতীয় দিনেই হাঁটুতে চোট পান রবীন্দ্র জাদেজা। কিন্তু তারপর চোট নিয়েই গোটা টেস্ট খেলেন তিনি। ম্যাচ শেষ হতেই হাসপাতালে ভর্তি হন তিনি। হেডিংলি টেস্টের দুঃখ ভুলিয়ে বৃহস্পতিবার বিরাট কোহলিরা ওভালে চতুর্থ টেস্ট খেলতে নামবেন। তবে তার মধ্যে জাদেজা খেলার মতো সুস্থ হতে পারবেন বলে কোনো আশা নেই। তাই চতুর্থ টেস্টে তার জায়গায় দলে রবিচন্দ্রন অশ্বিনকে দেখা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *