ওয়েলসকে হারিয়ে শেষ ষোলোয় অপ্রতিরোধ্য ইতালি, তুরস্কের সামনে জয় পেল সুইৎজারল্যান্ডও

ওয়েলসকে হারিয়ে শেষ ষোলোয় অপ্রতিরোধ্য ইতালি, তুরস্কের সামনে জয় পেল সুইৎজারল্যান্ডও

রোম: ইউরো ২০২০-এর অন্যতম অপরাজেয় দল হিসেবে নকআউট পর্বে সবার আগে জায়গা করে নিল ইতালি। ওয়েলসকে ১-০ গোলে হারিয়েই রবার্তো মানচিনির দল শেষ ষোলোয় পৌঁছে গেল। গোল করলেন মাত্তেও পেসিনা। দ্বিতীয়ার্ধের শেষ ৩৫ মিনিট ওয়েলসকে খেলতে হল মাত্র ১০ জনে।

১৯৬৮ সালে প্রথম এবং শেষবার ইউরো কাপ জিতেছিল ইতালি। তারপর থেকে দুইবার (২০০০ এবং ২০১২ সাল) ফাইনালে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে ইতালিয়ানদের। তাই এবারে রবার্তো মানচিনির দল ইউরো জয়ের জন্য প্রথম থেকেই একাগ্রতার সঙ্গে শুরু করেছে ইউরো যাত্রা। এখনও পর্যন্ত গ্রুপ পর্যায়ে ৩ ম্যাচ খেলে তিনটি ম্যাচই জিতে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ এ-এর শীর্ষে রয়েছে ইতালি। রবিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে গ্যারেথ বেলের ওয়েলসকে ১-০ গোলে হারাল তারা। ৩৯ মিনিটে জয়সূচক গোলটি করেন মাত্তেও পেসিনা। ৫৫ মিনিটে ওয়েলসের সেন্টার ব্যাক ইথান আম্পাডু লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বাকি সময়টুকু ১০ জনেই খেলতে হয় ওয়েলসকে। তবে এই সুযোগের সদ্ব্যবহার করে আর গোল সংখ্যা বাড়াতে পারেনি ইতালি।

অন্যদিকে তুরস্ককে ৩-১ গোলে হারাল সুইৎজারল্যান্ড। খেলার একদম শুরুর মুহূর্তেই ৬ মিনিটের মাথায় গোল করে সুইৎজারল্যান্ডকে ১-০ গোলে এগিয়ে দেন হ্যারিস সেফেরোভিচ। ২৬ মিনিটে জারদান শাকিরির গোলে ২-০ এগিয়ে যায় সুইসরা। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে তুরস্কের ইরফান কাহভেসি গোল‌ করে ম্যাচে ফেরার চেষ্টা করলেও ৬৮ মিনিটে শাকিরির দ্বিতীয় গোল সুইৎজারল্যান্ডকে জয়ের দিকে এগিয়ে দেয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + nineteen =