মিউনিখ: ইউরো কাপে এবার শেষ হয়ে গেল কালো ঘোড়া বেলজিয়ামের যাত্রা। ইউরো ২০২০-এর অন্যতম প্রধান দাবিদার ইতালির কাছে কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে হেরে গিয়েই রেড ডেভিলসরা প্রতিযোগিতা থেকে ছিটকে গেল। ইউরো জয়ের স্বপ্ন অধরাই রয়ে গেল লুকাকু-ডি ব্রুইনি-হ্যাজার্ডদের। চিরকালীন রক্ষণাত্মক ইতালির চূড়ান্ত আক্রমণাত্মক খেলা নজর কেড়েছে এদিনও।
মিউনিখে ইউরো কাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বিশ্বের এক নম্বর দল বেলজিয়ামের মুখোমুখি হয়েছিল ইউরো কাপের অন্যতম প্রধান দাবিদার ইতালি। এদিন প্রথম থেকেই আক্রমণাত্মক ছিল বেলজিয়াম। কিন্তু রক্ষণভাগ সামলে মাঝেমাঝেই ভয়ঙ্কর প্রতি-আক্রমণের ঝড় তুলেছিল ইতালি। কখনও বাঁদিক দিয়ে কখনও ডানদিক দিয়ে, ঝড়ের গতিতে বেলজিয়ামের ডি-বক্সে আছড়ে পড়ছিল আজুরিরা। সেই আক্রমণ থেকেই ম্যাচের ৩১ মিনিটে মিডফিল্ডার নিকোলা বারেল্লা গোল করে ইতালিকে এক গোলে এগিয়ে দেন।
প্রথমার্ধের মধ্যেই রেড ডেভিলসদের তিনকাঠিতে আবার হানা দেয় আজুরিদের ঠিকানা লেখা শট। ৪৪ মিনিটে লরেঞ্জো ইনসিগনে বাঁদিক থেকে একার চেষ্টায় বল তুলে গোলের সুযোগ তৈরি করেন। বক্সের ঠিক বাইরে থেকে ডান পায়ের শক্তিশালী বাঁকানো শটে বেলজিয়ামের গোলরক্ষক কুর্তোয়াকে পরাস্ত করে জালে বল জড়িয়ে দেন তিনি। তাক লাগানো এই গোলের কয়েক মিনিটের মধ্যেই প্রথমার্ধের ইনজুরি সময়ে পেনাল্টি পায় রেড ডেভিলসরা। সেখান থেকে দুরন্ত গোল করে ব্যবধান কমান রোমেলু লুকাকু। প্রথমার্ধের খেলা ২-১ গোলে এগিয়ে থেকেই শেষ করে আজুরিরা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একের পর এক আক্রমণ শানায় বেলজিয়াম। ম্যাঞ্চেস্টার সিটির তারকা কেভিন ডি ব্রুইনি বহু ডিফেন্স চেরা পাস লুকাকুর পায়ে তুলে দেন। কিন্তু কোনো সুযোগ থেকেই আর গোল পায়নি বেলজিয়াম। কখনও লুকাকুর শট গোলপোস্টে লেগে ফিরে আসে আবার কখনও ডি ব্রুইনির নিশ্চিত গোলমুখী শট আটকে দেন ইতালীয় গোলরক্ষক ডোন্নারুম্মা। তবে লুকাকুদের বেশিরভাগ আক্রমণই ইতালির রক্ষণের দুই স্তম্ভ বোনুচ্চি এবং অধিনায়ক চিয়েলিনির কাছে এসে আটকে যায়। বর্তমানে বিশ্বের এক নম্বর দলকে ২-১ গোলে হারিয়েই স্পেনের বিরুদ্ধে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন আজুরিরা।