এ যেন স্বপ্ন-পূরণ! মাপসই জুতো পেয়ে কেঁদেই ফেললেন স্বপ্নার

কলকাতা: অবশেষে নিজের পায়ের মাপে ঠিকঠাক বিশেষ জুতো পেলেন স্বপ্না বর্মন। এশিয়াডে হেপ্টাথেলনে স্বর্ণপদক জয়ী স্বপ্নার পায়ের দুটো পাতাতেই ৬টি করে আঙুল। সাধারণ জুতো পরতে অসুবিধে হত স্বপ্নার। জার্মান কোম্পানি অ্যাডিডাস স্বপ্নার জন্য বানিয়ে দিয়েছে বিশেষ জুতোজোড়া। জুতো পেয়ে উচ্ছ্বসিত স্বপ্না বলেছেন, অত্যন্ত খুশি হয়েছি। প্র্যাকটিসও শুরু করে দিয়েছি। এবার ব্যথা ছাড়াই মাঠে নামতে পারব।

এ যেন স্বপ্ন-পূরণ! মাপসই জুতো পেয়ে কেঁদেই ফেললেন স্বপ্নার

কলকাতা: অবশেষে নিজের পায়ের মাপে ঠিকঠাক বিশেষ জুতো পেলেন স্বপ্না বর্মন। এশিয়াডে হেপ্টাথেলনে স্বর্ণপদক জয়ী স্বপ্নার পায়ের দুটো পাতাতেই ৬টি করে আঙুল। সাধারণ জুতো পরতে অসুবিধে হত স্বপ্নার।

জার্মান কোম্পানি অ্যাডিডাস স্বপ্নার জন্য বানিয়ে দিয়েছে বিশেষ জুতোজোড়া। জুতো পেয়ে উচ্ছ্বসিত স্বপ্না বলেছেন, অত্যন্ত খুশি হয়েছি। প্র্যাকটিসও শুরু করে দিয়েছি। এবার ব্যথা ছাড়াই মাঠে নামতে পারব। এই সমস্যার সমাধানে অ্যাডিডাসের ভারতের টিম এবং অ্যাথলিট সার্ভিসেস ল্যাব যেভাবে সাহায্য করেছে, তাতে তাদের ধন্যবাদ জানাচ্ছি। এদিন জুতো হাতে পায়ে কেঁদে ফেলেন স্বপ্না৷ শুধু স্বপ্নাই নয়, অ্যাডিডাস হিমা দাস আর নিখত জারিনকে সই করিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 1 =