ISL সূচি প্রকাশ, কবে হবে কলকাতা ডার্বি

ISL সূচি প্রকাশ, কবে হবে কলকাতা ডার্বি

কলকাতা: নতুন মরসুমে আইএসএল কবে থেকে শুরু হবে তা নিয়ে জল্পনা ছিল। অনেকেই ভেবেছিলেন যে, এবার হয়তো টুর্নামেন্ট পিছিয়ে যেতে পারে। কিন্তু তেমনটা হল না। নির্ধারিত দিনেই শুরু হবে ২০২৩-২৪ মরশুমের আইএসএল। আর যা জানা গিয়েছে, তাতে পুজোর মাসেই হতে চলেছে কলকাতা ডার্বি, অর্থাৎ ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান। আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের ইন্ডিয়ান সুপার লিগ। 

সূচি অনুযায়ী, বেঙ্গালুরু এফসি এবং কেরালা ব্লাস্টার্স ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের আইএসএল। নতুন সূচিতে মোহনবাগানের প্রথম ম্যাচ পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে। তারা গত মরশুমে আইলীগ জিতে প্রথমবার আইএসএল খেলবে। ২৩ সেপ্টেম্বর রাত ৮টা থেকে যুবভারতীতে হবে এই ম্যাচ। আর ইস্টবেঙ্গলও ঘরের মাঠে তাঁদের অভিযান শুরু করছে। ২৫ সেপ্টেম্বর জামশেদপুর এফসি-র বিরুদ্ধে খেলবে লাল-হলুদ। অন্যদিকে কলকাতা ডার্বি আগামী ২৮ অক্টোবর আইএসএল-এর মঞ্চে আয়োজিত হবে। বাকি ম্যাচগুলির তালিকা প্রকাশ হলেও তবে ফাইনাল বা সেমিফাইনালের দিন ঘোষণা করা হয়নি। 

যে সময় এই টুর্নামেন্ট হচ্ছে সেই একই সময় রয়েছে ক্রিকেট বিশ্বকাপ, আবার বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। মানে ক্রিকেট, ফুটবল, পুজো… সব মিলিয়ে দিয়েছে এই মরশুম। তাই অবশ্যভাবে খুশি সাধারণ মানুষ থেকে ক্রীড়াপ্রেমীরা। কিছুদিন আগেই ডুরান্ড কাপের ফাইনালে কলকাতা ডার্বির স্বাদ পেয়েছে দর্শক। বহুদিন পর বাংলার দুই বড় এবং সফল ক্লাব কোনও সর্বভারতীয় টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল। মোহনবাগান তো ১৭ নম্বর ট্রফিটা পেয়েছে। ইস্টবেঙ্গল আইএসএলে কী করে তার দিকে বিশেষ নজর থাকবে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *