বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে আইএস জঙ্গি হামলার হুমকি! কড়া নিরাপত্তা নিউ ইয়র্কে

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে জঙ্গি হানার আশঙ্কা। আগামী ৯ জুন আমেরিকার নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান৷ বিশ্বকাপের ওই ম্যাচেই হামলার হুমকি দিয়েছে…

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে জঙ্গি হানার আশঙ্কা। আগামী ৯ জুন আমেরিকার নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান৷ বিশ্বকাপের ওই ম্যাচেই হামলার হুমকি দিয়েছে আইএসএস৷ এই হুমকি বার্তা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়াম।

 

 

একটি ভিডিয়ো বার্তায় ভারত-পাকিস্তান ম্যাচে হামলা করার জন্য আহ্বান জানিয়েছে আইএস। এই হামলার নাম করণও করা হয়েছে- ‘লোন উলফ’। ভিডিয়োয় বলা হয়েছে, যে কেউ এই হামলা চালাতে পারে।

 

৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিরাট উন্মাদনা তৈরি হয়েছে ক্রিকেট প্রেমীদের মধ্যে৷  টিকিট প্রায় শেষ৷ অর্থাৎ ৯ তারিখের ম্যাচে স্টেডিয়ামে থাকবে ঠাসা দর্শক৷ স্বাভাবিকভাবেই নিরাপত্তার উপর বিশেষ নজর দেওয়া হয়েছে৷ এরই মধ্যে এসেথে হুমকি বার্তা৷

 

জঙ্গি সংগঠনের তরফে যে হুমকি দেওয়া হয়েছে, সে কথা স্বীকার করে নিয়েছে নাসাউ কাউন্টির পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার৷ তিনি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘‘একটি ভিডিয়ো বার্তায়  ‘লোন উলফ’ হামলার হুমকি দিয়েছে আইএস। প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *