নয়াদিল্লি: লাদাখে চিনের সঙ্গে সীমান্ত সমস্যার জেরে ইতিমধ্যেই ভারতে নিষিদ্ধ করা হয়েছে বেশিরভাগ চিনা অ্যাপ। চিনা পণ্য বর্জনের ক্ষেত্রেও একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। তবে রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রধান স্পনসর চিনা সংস্থাগুলির সাথে যোগাযোগ থাকবে বলেই সিদ্ধান্ত নিয়েছে আইপিএলের গভর্নিং কাউন্সিল৷ এই টুর্নামেন্টের টাইটেল স্পনসর হিসাবে রয়েছে চিনা মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারী ভিভো৷ বিসিসিআইয়ের মালিকানাধীন আইপিএলের জন্য পাঁচ বছরের ২০ হাজার কোটিরও বেশি বড়সড় আর্থিক চুক্তি রয়েছে ভিভো-র সঙ্গে৷
ভিভো ছাড়াও বিসিসিআইয়ের স্পনসর হিসাবে থাকবে পেটিএম এবং ড্রিম ইলেভেন নামে দুটি সংস্থা, যাদের উল্লেখযোগ্য চীনা বিনিয়োগ রয়েছে। তিনটি সংস্থারই অবশ্য ভারতীয় ক্রিয়াকলাপ রয়েছে এবং ভারতীয় সত্ত্বা হিসাবে গণ্য করা হয়। এই সংস্থাগুলির সাথে বিসিসিআইয়ের চুক্তি হাজার হাজার কোটি টাকার৷ গভর্নিং কাউন্সিলের এক সদস্য পিটিআইকে জানিয়েছেন, “আমি শুধু এটুকুই বলতে পারি যে আমাদের সমস্ত স্পনসররা আমাদের সঙ্গে আছেন।” জুনে পূর্ব লাদাখে ভারত ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষের পরে চিনা পৃষ্ঠপোষকতা বিতর্কের মূল বিষয়ে পরিণত হয়েছিল।
আইপিএল গভর্নিং কাউন্সিল এও নিশ্চিত করেছে যে এই বছরের আইপিএল টুর্নামেন্ট শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর থেকে, চলবে ১০ নভেম্বর পর্যন্ত। যদিও করোনা পরিস্থিতিতে এখনও পুরো বিষয়টি সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এবছর সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল ২০২০ আয়োজিত করার ইচ্ছা প্রকাশ করেছে বিসিসিআই।