নয়াদিল্লি: চোখ রাঙাচ্ছে করোনা৷ জেরবার গোটা বিশ্ব৷ বাতিল হয়েছে একের পর এক টুর্নামেন্ট৷ এক বছর পিছিয়ে গিয়েছে অলিম্পিক৷ এবার করোনা পরিস্থিতির জেরে ভারতীয় ক্রিকেটের অন্যতম আকর্ষণ আইপিএল অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়ার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড৷ তবে রয়েছে তিনটি সম্ভবনা৷
মানুষের জীবন আগে, পরে হবে খেলা৷ আগেই এমনই বার্তা দিয়েছিলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়৷ আজ করোনা পরিস্থিতি পর্যালোচনা করে আইপিএল কমিটির তরফে জরুরি বৈঠকে করা হয়৷ সেখানে পরিস্থিতি পর্যালোচনা করার পর আইপিএল অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ আইপিএলের চিফ অপারেটিং অফিসার ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজিকে জানিয়েছে, লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়িয়ে দেওয়ার কারণে গরমের উইন্ডোতে আইপিএল আপাতত সম্ভব নয়৷ আগামী দু’মাস পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে৷
জানা গিয়েছে, পরিস্থিতি উন্নতি ঘটলে আইপিএল সেপ্টেম্বরের কোন একটি সময় করা যেতে পারে৷ ওই সময় এশিয়া কাপ হওয়ার কথা৷ আবুধাবিতে টুর্নামেন্ট হওয়ার কথা রয়েছে৷ যদি এশিয়া কাপ না হয় সে ক্ষেত্রে ১৫ দিনের একটি সময় নিয়ে আইপিএল করা যেতে পারে বলেও মনে করছে বোর্ড৷ সেই সময় সংক্ষিপ্ত আইপিএল করা নিয়েও চিন্তা-ভাবনা শুরু হয়েছে৷
দ্বিতীয় সম্ভাবনা রয়েছে অক্টোবরের শেষের দিকে৷ সেখানে অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা৷ করোনার জেরে অস্ট্রেলিয়া এখন জেরবার৷ এখনও নিশ্চিত নয় টি-টোয়েন্টি বিশ্বকাপ৷ যদি সেই বিশ্বকাপ না হয়, ভারতের অবস্থা যদি সেই সময় ঠিকঠাক থাকে, বিদেশি ক্রিকেটারা ভারতে আসার মতো পরিস্থিতিতে থাকেন, সেক্ষেত্রে আইপিএল করার কথা হতে পারে৷ অক্টোবরের শেষের দিকে অথবা নভেম্বরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে করারও ভাবনা রয়েছে৷ যদিও, তা নির্ভর করবে করোনা পরিস্থিতি উপর৷ করোনা পরিস্থিতি আগামী একমাস খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷
বোর্ড সভাপতির সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে আইপিএল৷ তবে আগামী ১-২ মাস পর পরিস্থিতি বিবেচনা করার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে৷