ক্যাপ্টেন কুল-হিটম্যান দ্বৈরথ দিয়ে শুরু আইপিএল! জেনে নিন কেকেআরের ম্যাচের দিনক্ষণ

গত মরসুমের ব্যর্থতার পর এবার দীনেশ কার্তিকের অধিনায়কত্বে কেকেআর কতদূর যেতে পারে সেটাই দেখার। শেষ দু’-তিনটে মরসুমে ভাল পেস বোলারের অভাব ভুগিয়েছে দলকে। এবার তারকা অজি পেসার প্যাট কামিন্সকে প্রচুর টাকা খরচ করে দলে নেওয়া হয়েছে। তাঁর ওপর নজর থাকবে সবার।

আবু ধাবি: বিস্তর সংশয় এবং টালবাহানার পর অবশেষে সত্যিই আয়োজিত হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আজ, বৃহস্পতিবার এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হল। ১৯ সেপ্টেম্বর শুরু হবে আইপিএল একথা আগেই জানা গেছিল। শুরুর দিনই হবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের ধুন্ধুমার ম্যাচ। রোহিত শর্মার মুখোমুখি সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মহেন্দ্র সিং ধোনি। কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল অভিযান শুরু করছে ২০ তারিখ। সেদিন বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে শাহরুখ খানের দল।

কেকেআরের বড় ভরসা অজি পেসার প্যাট কামিন্স। 

২০ সেপ্টেম্বর আরসিবি বনাম কেকেআর ম্যাচ ভারতীয় সময় বিকেল চারটে থেকে শুরু হবে। এবার মাঠে গিয়ে দেখার সুবিধা না পেলেও টেলিভিশনের পর্দায় আইপিএলের আনন্দ নিতে পারবে ভারতীয় দর্শককুল। মহামারীর জেরে সময়মতো আয়োজন করা যায়নি আইপিএল। বাতিল হয়েছে আইসিসি আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপও। বিশ্বকাপ এক বছর পিছিয়ে দিতে হলেও অবশেষে খেলা হবে আইপিএল। সংক্রমণের ঝুঁকি এড়াতে গোটা টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহিতে। গত মরসুমের ব্যর্থতার পর এবার দীনেশ কার্তিকের অধিনায়কত্বে কেকেআর কতদূর যেতে পারে সেটাই দেখার। শেষ দু’-তিনটে মরসুমে ভাল পেস বোলারের অভাব ভুগিয়েছে দলকে। এবার তারকা অজি পেসার প্যাট কামিন্সকে প্রচুর টাকা খরচ করে দলে নেওয়া হয়েছে। তাঁর ওপর নজর থাকবে সবার। এবার দেখে নেওয়া যাক কবে কবে কার বিরুদ্ধে মাঠে নামছে কেকেআর:- 

এ বছর আমিরশাহিতে আয়োজিত হবে আইপিএল।  

২০ সেপ্টেম্বর- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
২৩ সেপ্টেম্বর- দিল্লি ক্যাপিটাল্স 
২৭ সেপ্টেম্বর- চেন্নাই সুপার কিংস
২৯ সেপ্টেম্বর- রাজস্থান রয়্যালস
৩ অক্টোবর- মুম্বাই ইন্ডিয়ান্স
৬ অক্টোবর- সানরাইজার্স হায়দরাবাদ
৯ অক্টোবর- দিল্লি ক্যাপিটালস
১৩ অক্টোবর- কিংস ইলেভেন পাঞ্জাব
১৬ অক্টোবর- কিংস ইলেভেন পাঞ্জাব
১৮ অক্টোবর- মুম্বাই ইন্ডিয়ান্স
২২ অক্টোবর- রাজস্থান রয়্যালস
২৭ অক্টোবর- চেন্নাই সুপার কিংস
৩১ অক্টোবর- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
৪ নভেম্বর- সানরাইজার্স হাওয়দরাবাদ
 
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 15 =