চেন্নাই: হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় দিয়ে চলতি আইপিএলটা শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু পরের ম্যাচেই হার মুম্বইয়ের বিরুদ্ধে। তাও আবার জেতা ম্যাচ অবিশ্বাস্য দক্ষতায় রোহিত শর্মাদের হাতে তুলে দিয়ে! ভাগ্য বদলাল না তৃতীয় ম্যাচেও। আবার সেই কেকেহার। বদল বলতে একটাই, রবিবাসরীয় বিকেলে বিরাট কোহলিদের বিরুদ্ধে ব্যাটিং-বোলিং দু’বিভাগেই ব্যর্থতার কাহিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ৪ উইকেটে ২০৪ রান তাড়া করতে গিয়ে শেষ পর্যন্ত ৩৮ রানে হার কলকাতার।
বিরাটদের বিরুদ্ধে শুরুটা অবশ্য খারাপ করেনি কেকেআর। শুরুতেই কোহলি-সহ জোড়া উইকেট তুলে নিয়ে বেঙ্গালুরুকে জোর ধাক্কা দেন বিস্ময় স্পিনার বরুণ চক্রবর্তী। কিন্তু ইয়ন মর্গ্যানের জঘন্য বোলিং পরিবর্তন আর গ্লেন ম্যাক্সওয়েল-এবি ডিভিলিয়ার্স জুটির দাপটে অচিরেই ম্যাচের রাশ বেঙ্গালুরুর হাতে। দেবদত্ত পাড়িক্কালকে সঙ্গে নিয়ে প্রাথমিক প্রত্যাঘাতটা শুরু করেন ম্যাক্সওয়েল। দেবদত্ত ফেরার পর গ্লেন-এবি যুগলবন্দি। চলতি আইপিএলে এমনিতেই বেঙ্গালুরুর মতোই দুরন্ত ফর্মে রয়েছেন ম্যাক্সওয়েল। এদিন যেন আরও সংহার মূর্তিতে। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে বড় স্কোর খাড়া করার দিকে এগোয় বেঙ্গালুরু। ম্যাক্সওয়েল ফিরতেই রণমূর্তি ৩৬০ ডিগ্রি এবির। ম্যাক্সওয়েলের ৭৮ রানের পর এবির ৭৬ রানে ভর করে শেষ পর্যন্ত বিরাটদের ইনিংস শেষ হয় ২০৪ রানে।
রান তাড়া করতে নামা মর্গ্যান বাহিনীর ব্যাটিং দেখে কখনই মনে হয়নি কলকাতা জিততে পারে। গত দু’ম্যাচে বড় রান করা নীতীশ রানা এদিন ব্যর্থ। শুভমান গিল, রাহুল ত্রিপাঠীরা বড় শট খেলার চেষ্টা করলেও, তাঁদের চেষ্টা বেশিক্ষণ স্থায়ী হয়নি। মিডল অর্ডারের অবস্থাও তথৈবচ। দীনেশ কার্তিক ব্যর্থ। ইয়ন মর্গ্যান বা শাকিব-আল-হাসান ইনিংস গড়ার চেষ্টা করলেও, বড় রান তো করতে পারেনইনি, সেই সঙ্গে এত বল খেলে ফেলেন যে, শেষবেলায় টার্গেট হয়ে দাঁড়ায় প্রায় অসম্ভব। সেই অসম্ভবকে সম্ভব করার জন্য কলকাতার শেষ ভরসা ছিলেন সেই আন্দ্রে রাসেল। যজুবেন্দ্র চাহালের এক ওভারে কুড়ি নিয়ে তিনি একটা আশা জাগিয়ে ছিলেন বটে, তবে এই রাসেল এখনও পর্যন্ত অতীতের ছায়া। জয়ের জন্য শেষ দু’ওভারে কলকাতার দরকার ছিল ৪৪। কিন্তু ১৯তম ওভারে মহম্মদ সিরাজ মাত্র এক রান দিতেই খেলা শেষ। বাকিটা শুধুই নিয়মরক্ষার। চতুর্থ ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে কলকাতার ভাগ্য বদলায় নাকি এবারের আইপিএলেও পুনরাবৃত্তি ঘটে সেই ব্যর্থতার চেনা ছবির, সেটাই এখন দেখার।