মুম্বই: দেশের করোনাভাইরাস পরিস্থিতি এবং অক্সিজেন সমস্যার মধ্যে কী ভাবে আইপিএল চলছে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছিল। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছিল যে আইপিএল যেভাবে চলছে সেভাবেই চলবে। তবে এখন চিত্রটা পুরোপুরি বদলে গেছে। এখন কার্যত করোনাভাইরাসের গ্রাসে চলে গেছে আইপিএল। আক্রান্ত একাধিক টিমের বিভিন্ন খেলোয়াড়। সেই প্রেক্ষিতে এ বারের মতো বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইপিএল। এমনটাই জানিয়েছে বিসিসিআই। রাজীব শুক্ল জানিয়েছেন, এবারের মতো বাতিল আইপিএল।
বিগত কয়েকদিনের মধ্যেই কলকাতা নাইট রাইডার্স থেকে শুরু করে চেন্নাই সুপার কিংস, দিল্লির মত টিমের বেশ কয়েকজন ক্রিকেটার করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই কলকাতা টিমের সকলে চলে গিয়েছেন কোয়ারেন্টিনে। অন্যান্য টিমের সদস্যদের প্রায় একই অবস্থা। সেই প্রেক্ষিতে গত কাল নির্ধারিত ম্যাচ স্থগিত রাখা হয়েছিল। আজ জানা গিয়েছে ঋদ্ধিমান সাহা এবং অমিত মিশ্র করোনা আক্রান্ত হয়েছেন। সেই প্রেক্ষিতে বিসিসিআই জানিয়ে দিল, আপাতত বাতিল করা হচ্ছে আইপিএল। অনির্দিষ্টকালের জন্য এই টুর্নামেন্টে স্থগিত রাখা হয়েছে বলে জানা গিয়েছে। কবে টুর্নামেন্ট শুরু হবে তা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
IPL suspended for this season: Vice-President BCCI Rajeev Shukla to ANI#COVID19 pic.twitter.com/K6VBK0W0WA
— ANI (@ANI) May 4, 2021