মুম্বই: সত্যি হল আশঙ্কা। আইপিএল ২০২১-এর বাকি অংশ হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মরুশহরে আইপিএল ফিরিয়ে নিয়ে যাওয়ার কথায় সায় দিয়েছেন বোর্ডের সকলেই। এই সিদ্ধান্ত সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা। আগামী সেপ্টেম্বর-অক্টোবরেই হবে এই বছরের আইপিএলের অবশিষ্টাংশ। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার জন্য বিসিসিআইয়ের তরফে আইসিসির কাছে থেকে বাড়তি সময় চেয়ে নেওয়া হয়েছে।
গত ৪ মে দেশ জুড়ে আছড়ে পড়া মারাত্মক করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কারণে ২৯টি ম্যাচের পরেই অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায় আইপিএল। বাকি ৩১টি ম্যাচ কবে কোথায় খেলা হবে তাই নিয়ে জল্পনা চলতে থাকে। ইংল্যান্ড ও আরব আমিরশাহির কথা উঠে আসে। কিন্তু ইংল্যান্ড ক্রিকেট বোর্ড স্পষ্ট জানিয়ে দেয় যে তাদের কাছে ছিল নিয়ে কোনও আবেদন করা হয়নি। তারপরেই জোরদার হয় আমিরশাহিতে বাকি আইপিএল শেষ করার সম্ভাবনা। শনিবার সেই সম্ভাবনায় শিলমোহর দিল ভারতের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থাও। তবে করোনা নয়, মরুশহরে আইপিএল ফিরিয়ে নিয়ে যাওয়ার কারণ হিসেবে বিসিসিআইয়ের তরফে দেখানো হয়েছে বৃষ্টির মরশুমকে। সেপ্টেম্বর-অক্টোবরে ভারতের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হয়। তাই কোনোমতে ভারতে প্রতিযোগিতা আয়োজন করা গেলেও বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যেতে পারে।
সূত্রের খবর, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে শেষ করে দেওয়া হতে পারে প্রতিযোগিতা। তাই দিনে দুটি করে ম্যাচ করিয়ে নির্ধারিত সময়ের মধ্যে আইপিএল শেষ করার চেষ্টা করবে বোর্ড। অন্যদিকে, শনিবারের বৈঠকে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কোনও আলোচনা হয়নি। আগামী ১ জুন বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিল আইসিসি। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড এই বিষয় নিয়ে আলোচনার জন্য আরও কিছু সময় চেয়ে নিয়েছে আইসিসির কাছে।